দার্জিলিং যাওয়া আরও সস্তা, মোট ৭ টি রুটে বাস পরিষেবা শুরু উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার

দার্জিলিং সহ উত্তরবঙ্গের মোট ৭ টি রুটে বাস পরিষেবা শুরু করেছে উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থা। মূলত পর্যটকদের কথা চিন্তা করে এই বাস পরিষেবা চালু করেছে উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থা। মোট ৫টি বাস রোজ চলবে। আরও কিছু বাস প্রস্তুত রাখা হবে, যেগুলো যাত্রী সংখ্যা বাড়লে চালানো হবে। আপাতত ৭ টি রুট চালু হলেও মোট ৬০টি রুট তৈরি করা হয়েছে।

 

অনলাইনেই এই বাসের টিকিট কাটা যাবে। ২০ এপ্রিল থেকে অনলাইনে কত যাবে টিকিট। ২০ এপ্রিলের আগেই ওয়েবসাইট তৈরি হয়ে যাবে। জানিয়েছেন, এনবিএসটিসির চেয়ারম্যান পার্থপ্রতিম রায়। তিনি আরও জানিয়েছেন, পর্যটকদের কথা মাথায় রেখেই এই বাস পরিষেবা চালু করা হয়েছে। এনজেপি কিংবা তেনজিং নোরগে বাস টার্মিনাসে পর্যটকরা আসার পর খুব বেশি ভাড়া নেন গাড়ির চালকরা। এইসব অভিযোগ প্রায় আসত। তাই চার্টার্ড বাসের ভাবনা।
কোনও স্টপেজে দাঁড়াবে না এই বাস। পথে কোনও পর্যটন কেন্দ্র থাকলে পর্যটকদের অনুরোধে সেখানে দাঁড়াবে বাস। বাসের আসন সংখ্যা ২৫। মালপত্র রাখার আলাদা জায়গা থাকবে। জানলার পর্দা, পায়ের নীচে থাকবে ফ্লোর বেডের ব্যবস্থাও থাকছে। গন্তব্য ও রুট অনুযায়ী ভাড়া আলাদা হবে। ২৫ জনের ভাড়া পড়বে ৮ হাজার টাকার কাছাকাছি।

শনিবার এই বাস পরিষেবার উদ্বোধন করেন উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থা চেয়ারম্যান পার্থপ্রতিম রায়, শিলিগুড়ির মেয়র গৌতম দেব ও পরিবহন সংস্থার ম্যানেজিং ডিরেক্টর দীপঙ্কর পিপলাই। শিলিগুড়ির মেয়র গৌতম দেব জানান, এনবিএসটিসির এই উদ্যোগকে সাধুবাদ জানাই।

Comments are closed.