পাঁচ বছরের বিরতি, জিম করবেটে ফিরছে এলিফ্যান্ট সাফারি 

হাতিদের বাণিজ্যক কাজে ব্যবহার করা যাবে না। পাঁচ বছর আগে এমনই নিষেধাজ্ঞা জারি করেছিল নৈনিতাল হাইকোর্ট। যার ফলে জিম করবেট জাতীয় উদ্যানে এলিফ্যান্ট সাফারি বন্ধ হয়ে গিয়েছিল। তবে পর্যটকদের জন্য খুশির খবর। পাঁচ বছর বিরতি কাটিয়ে ফের জিম করবেট জাতীয় উদ্যানে হাতির পিঠে চড়ে ভ্রমণ বা এলিফ্যান্ট সাফারি শুরু হচ্ছে। জানা গিয়েছে, শনিবার করবেট টাইগার ফাউন্ডেশনে একটি বৈঠক হয়। তাতেই এলিফ্যান্ট সাফারি ফিরিয়ে আনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এলিফ্যান্ট সাফারি ফেরার ঘোষণায় খুশি পর্যটকেরাও। শনিবারের বৈঠকে টাইগার ফাউন্ডেশনের সদস্যরা ছাড়াও বন দফতরের কয়েকজন আধিকারিক এবং উত্তরাখণ্ডের বনমন্ত্রী সুবোধ উনিয়াল উপস্থিত ছিলেন। বনমন্ত্রী জানিয়েছেন, এলিফ্যান্ট সাফারির ক্ষেত্রে বন্য প্রাণী সংরক্ষণ সহ আরও যা যা নিয়ম আছে, সবটা মেনেই করা হবে। এলিফ্যান্ট সাফারি শুরু হলে রাজ্যের পর্যটন শিল্পও আরও লাভজনক জায়গায় পৌঁছাবে।

জানা গিয়েছে, চলতি মাসেই জিম করবেট জাতীয় উদ্যানে এলিফ্যান্ট সাফারি শুরু হয়ে যাচ্ছে। ইতিমধ্যেই সব রকম ব্যবস্থাই প্রায় সাড়া হয়েছে। সব ঠিক থাকলে দু’সপ্তাহের মধ্যেই পর্যটকরা হাতির পিঠে চড়ে ঘুরে বেড়ানোর সুযোগ পাবেন।

Comments are closed.