কিছুটা স্বস্তিতে মধ্যবিত্ত! খানিকটা সস্তা হল রান্নার তেল; জানুন নতুন দাম

মূল্য বৃদ্ধির বাজারে কিছুটা স্বস্তির খবর। ভোজ্য তেলের দাম বেশ খানিকটা কমছে। কয়েকটি কোম্পানির তরফে এমনটা জানানো হয়েছে। বাকি কোম্পানিগুলোকেও শীঘ্রই রান্নার তেলের দাম কমানোর নির্দেশ দিয়েছে কেন্দ্র। দাম কমার ফলে রান্নার তেল লিটার পিছু ১০ থেকে ২৫ টাকা কমতে চলেছে বলে খবর। 

বিশ্ব বাজারে ভোজ্য তেলের দাম কমার পরে দেশের কোম্পানিগুলোকে দাম কমানোর নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় সরকার। কেন্দ্রের নির্দেশ মেনে ইতিমধ্যেই মাদার ডিয়ারির ‘ধারা’ ব্রান্ড তাদের তেলের দাম কমানোর কথা ঘোষণা করেছে। ধারা-র রিফাইন্ড সয়াবিন তেলের দাম ছিল লিটার প্রতি ১৯৪ টাকা। নতুন দাম অনুযায়ী যা কমে হতে চলেছে ৮০ টাকা। পাশপাশি রাইস ব্র্যান অয়েলের দামও লিটার পিছু ১৯৪ টাকা থেকে কমে ১৮৪-১৮৫ টাকা হতে চলেছে। সংস্থার তরফে জানানো হয়েছে, আগামী ৭ থেকে ১০ দিনের মধ্যেই নতুন MRP দিয়ে বাজারে বিক্রি শুরু হবে। 

এদিকে ভোজ্য তেলের দাম কমিয়েছে পতঞ্জলিও। সংস্থার তরফে দাবি করা হয়েছে, চলতি বছরের শুরু থেকে এখনও ভোজ্য তেলের দাম লিটার প্রতি ২৫ টাকা কমানো হয়েছে। পাম তেল এবং সোয়া তেলের দামও লিটার প্রতি ২০ টাকা করে কমানো হয়েছে। 

উল্লেখ্য, সারা বিশ্বে ভোজ্য তেলের দাম কমার জেরে দেশের ভোজ্য তেল প্রস্তুতকারক সংস্থাগুলোকে কেন্দ্র নির্দেশ দিয়েছিল আগামী এক সপ্তাহের মধ্যে তেলের দাম লিটার প্রতি কমপক্ষে ১০ টাকা করে কমাতে হবে। সব মিলিয়ে দ্রব্য মূল্য বৃদ্ধির বাজারে এই খবর বেশ কিছুটা স্বস্তি দেবে সাধারণ মানুষকে। 

 

Comments are closed.