১০ হাজার কোটি টাকারও বেশি বিনিয়োগ, ২৫ হাজার কর্মসংস্থান, BGBS-এ ঘোষণা গৌতম আদানির  

বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনে যোগ দিয়ে রাজ্যের জন্য বড় ঘোষণা করলেন শিল্পপতি গৌতম আদানি। উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখতে উঠে শিল্পকর্তা ঘোষণা করেন, পশ্চিমবঙ্গে আদানি গোষ্ঠী ১০ হাজার কোটি টাকারও বেশি বিনিয়োগ করতে চলেছে। যার ফলে রাজ্যে প্রায় ২৫ হাজার মানুষের কর্মসংস্থান তৈরি হবে। বাণিজ্য সম্মেলনে এখনও পর্যন্ত যা সবথেকে বড় বিনিয়োগের ঘোষণা। 

এদিন বক্তব্যে মুখ্যমন্ত্রীর ভূয়সী প্রশংসা করেন আদানি। সেই সঙ্গে স্বাধীনতা সংগ্রামে বাংলার অবদান নিয়েও কথা বলেন। তাঁর কথায়, পশ্চিমবঙ্গ দেশকে  যতজন স্বাধীনতা সংগ্রামী দিয়েছেন, অন্য কোনও রাজ্যে তার নির্দর্শন নেই। নারীর ক্ষমতায়নেও এগিয়ে রয়েছে পশ্চিমবঙ্গ। সেই সঙ্গে এদিন গৌতম আদানির বক্তব্যে উঠে আসে রাজ্যের সামাজিক প্রকল্পগুলির কথা। বলেন, কন্যাশ্রীর মতো প্রকল্পগুলি বিশ্ব দরবারে পুরষ্কৃত হয়েছে। 

উল্ল্যেখ বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনে কার্যত আলোচনা শুরু হয়েছিল গৌতম আদানির উপস্থিতি ঘিরে। সম্মেলনের অনেক আগে থেকেই নবান্নে বেশ কয়েকবার মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক করেন আদানি গোষ্ঠীর প্রধান। এদিন সকালেও বাণিজ্য সম্মেলনের উদ্বোধনের আগে মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক করেন তিনি। যার ফলে স্বাভাবিকভাবেই মনে করা হচ্ছিল বাংলায় বিনিয়োগে আগ্রহী আদানি গোষ্ঠী। এদিন সেই জল্পনাতাই সিলমোহর দিলেন গৌতম আদানি। 

Comments are closed.