৭ দিনের সফরে দার্জিলিঙে রাজ্যপাল, পথে দু’জায়গায় কালো পতাকা

৭ দিনের উত্তরবঙ্গে সফরে গেলেন রাজ্যপাল জগদীপ ধনকড়। সোমবার বাগডোগরা বিমানবন্দরে নেমে সাংবাদিকদের মুখোমুখি হয়েই রাজ্যে ভোট পরবর্তী হিংসা নিয়ে মমতা সরকারের সমালোচনা করেন। সদ্য দিল্লি থেকে ফিরেছেন রাজ্যপাল। দিল্লি সফরে দুবার সাক্ষাৎ করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে। এবার ৭ দিনের সফরে দার্জিলিং গেলেন তিনি।

এদিকে বাগডোগরা বিমানবন্দরে তিনি বলেন, ভোটের পর কেটে গেছে ৭ সপ্তাহ। কিন্তু রাজ্যে হিংসা কমেনি। যা নিয়ে আমি চিন্তিত। নন্দীগ্রাম, অসমে গিয়ে মানুষের সঙ্গে কথা বলেছি। দেশে স্বাধীনতার পর এরকম অশান্তি দেখা যায়নি বলেও দাবি করেছেন পশ্চিমবঙ্গের রাজ্যপাল জগদীপ ধনখড়।

এদিন কার্শিয়াং যাওয়ার পথে দু’বার রাজ্যপালকে কালো পতাকা দেখানোর ঘটনা ঘটে। তৃণমূলের সিনিয়ার নেতা তথা সাংসদ সুখেন্দুশেখর রায়ের কটাক্ষ, এবার শান্ত পাহাড়কে অশান্ত করতে চাইছেন রাজ্যপাল।

গত সপ্তাহে দিল্লি গিয়েছিলেন রাজ্যপাল। ভোট পরবর্তী হিংসা নিয়ে নজিরবিহীন ভাবে দু’বার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে কথা বলেন। এজন্য তাঁকে দিল্লি সফর দীর্ঘ করতে হয়।

তারপর সোমবার দুপুরেই দেখা গেল দার্জিলিং যাচ্ছেন রাজ্যপাল ধনখড়। পৃথক উত্তরবঙ্গ নিয়ে যখন তোলপাড় রাজ্য, তখন পাহাড়ে গিয়ে কী বার্তা দেন রাজ্যপাল সেটাই দেখার।

Comments are closed.