অবিশ্বাস্য: সরকারি ঠিকাদারের সম্পত্তির পরিমাণ ৭০০ কোটি টাকা!

কথায় বলে গল্পের গরু গাছে ওঠে, কিন্তু এখন দেখা যাচ্ছে বাস্তবের গরুও গাছে উঠছে! 

ভাবতে পারেন, চেন্নাইয়ের একজন সরকারি ঠিকাদারের সম্পত্তির পরিমাণ ৭০০ কোটি টাকা! বিশ্বাস করা কঠিন হলেও এটাই সত্য। স্বভাবতই প্রশ্ন ওঠে কীভাবে তা সম্ভব হল? আয়কর দফতরের কর্তারা আপাতত এই রহস্যের জট ছাড়াতে ব্যস্ত।

জানা গিয়েছে, ওই সরকারি ঠিকাদারের কাছ থেকে নগদ ২১ কোটি টাকা উদ্ধার হয়েছে। চেন্নাইয়ের এক সরকারি ঠিকাদারের বাড়িতে ১৪ এবং ১৫ ডিসেম্বর সার্চ অপারেশন চালায় আয়কর দফতর। বাড়িতে হানা দিয়ে উদ্ধার হয় বিপুল অঙ্কের টাকা। জানা যায় ওই সরকারি ঠিকাদারের মোট সম্পত্তির পরিমাণ ৭০০ কোটি টাকা! কিন্তু কোথা থেকে এলো এত টাকা? 

আয়কর দফতরের সন্দেহ ওই ব্যক্তি অন্য কাজে জড়িত, সেখান থেকেই তিনি এই মোটা অঙ্কের টাকা নিয়েছেন। তদন্ত চলছে। তবে ওই ব্যক্তির নাম এখনও প্রকাশ্যে আসেনি।

অভিযুক্ত সরকারি ঠিকাদার জানিয়েছেন, টাকার উৎস তাঁর রিয়েল এস্টেট ও অন্য ব্যবসা। তিনি এও জানান, একটি রাস্তা নির্মাণের প্রজেক্ট থেকেও তিনি অনেক টাকা পেয়েছেন। কিন্তু সঠিক হিসেব দিতে পারেননি। সবমিলিয়ে সরকারি ঠিকাদারের বাড়ি থেকে উদ্ধার হওয়া কোটি কোটি টাকার উৎস সন্ধানে দিন রাত এক করে কাজ করছেন আইটি আধিকারিকরা। 

Comments are closed.