দেউচায় জমিদাতাদের প্যাকেজের অঙ্ক বাড়াল রাজ্য, প্রকল্প নিয়ে বিভ্রান্তি ছড়ানোর অভিযোগ মুখ্যমন্ত্রীর 

দেউচা পাচামির কয়লা প্রকল্পে জমি দাতাদের প্যাকেজের টাকার অঙ্ক বাড়াল রাজ্য সরকার। সোমবার প্রকল্প নিয়ে ক্যাবিনেটের গৃহীত সিদ্ধান্ত জানান মুখ্যসচিব এইচ কে দ্বিবেদী। তিনি বলেন, জমিদাতাদের প্রথমে ৬০০ স্কোয়াটফিট জায়গার উপর বাড়ি তৈরির জন্য টাকা দিচ্ছিল রাজ্য। কিন্তু বর্তমানে ৭০০ স্কোয়ারফিটের উপর বাড়ি তৈরির খরচ দেবে রাজ্য। সেই সঙ্গে প্যাকেজের টাকার পরিমাণও ৫ লক্ষ টাকা থেকে বাড়িয়ে ৭ লক্ষ টাকা করা হয়েছে। এছাড়াও পূর্ব ঘোষণা মতোই জমিদাতাদের পরিবারের একজনকে  হোমগার্ড অথবা কনস্টেবলের চাকরি দেওয়া হবে। এবং খাদান মালিকদের জন্যও প্যাকেজ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ক্যাবিনেট। 

এদিন প্রকল্প নিয়ে বিভ্রান্তি ছড়ানোর অভিযোগ তোলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। বলেন, ওখানকার মানুষের বাড়ি বাড়ি গিয়ে ভুল বোঝানো হচ্ছে। তিনি এদিন ফের একবার বলেন, সরকার জোর করে কারোর জমি অধিগ্রহণ করবে না। জমিদাতাদের উপযুক্ত ক্ষতিপূরণ দিয়েই জমি নেওয়া হবে। মুখ্যমন্ত্রীর দাবি, এই প্রকল্পটি হলে আগামী ১০০ বছর রাজ্যে বিদ্যুতের অভাবে হবে না। 

পাশপাশি সোমবার মুখ্যমন্ত্রী আরও দাবি করেন, প্রকল্পে রাজ্যের কয়েকলক্ষ যুবক যুবতী চাকরি পাবে। তিনি জানান, মন্ত্রীসভার বৈঠকে পাঁচ হাজার একশো পদ তৈরি করা হচ্ছে। এর সঙ্গে মহিলাদের জন্যও বিভিন্ন উন্নয়নমূলক ও সামাজিক প্রকল্প নেওয়া হবে। প্রসঙ্গত পরিবেশবীদদের একাংশ অভিযোগ করেছেন, কয়লাখনি তৈরি হলে পরিবেশের ক্ষতি হবে। এপ্রসঙ্গে মুখ্যমন্ত্রী বলেন, পরিবেশের ক্ষতি করে কোনও কিছু করা হবে না। ইকো প্ল্যান্ট তৈরি করা হবে। প্রকল্পের ক্ষেত্রে পরিবেশের প্রসঙ্গটি গুরুত্ব দিয়েই দেখছে রাজ্য সরকার।

Comments are closed.