দুর্দান্ত কামব্যাক, পরপর ছবিতে অভিনয়! তা সত্ত্বেও ভয় বাড়ছে অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলীর, ভাইরাল ভিডিও

অভিনয় জগতে আবারো দুর্দান্ত কামব্যাক করেছেন অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলী। করোনা অতিমানের সময় অভিনেত্রী সন্তানসম্ভব হয়ে পড়েন। এরপর ইউভান জন্ম নেয়। ইউভান জন্ম নেওয়ার পরেই শুভশ্রীর শরীরে জায়গা করে নেয় অতিরিক্ত মেদ। যার ফলে অভিনেত্রীকে নিয়ে নানান রকম কটাক্ষ, সমালোচনা লেগেই ছিল। করোনা অতিমারির কারণে সমস্ত কিছু বন্ধ থাকায় শুভশ্রী গাঙ্গুলী অভিনীত এবং রাজ চক্রবর্তী পরিচালিত দুটি ছবি ‘হাবজী গাবজী’ এবং ‘ধর্মযুদ্ধ’ মুক্তি পেতে দেরি করে। সম্প্রতি কয়েক মাস আগেই মুক্তি পেয়েছে দুটি ছবি। দুটি ছবি বক্স অফিসে খুব একটা জনপ্রিয়তা পায়নি। ‘হাবজী গাবজী’ দর্শকের মনে ভালো বার্তা পৌঁছে দিলেও বক্স অফিসে সুপারহিট হয়নি। একই সময় মুক্তি পেয়েছিল জিতু কামাল অভিনীত ছবি ‘অপরাজিত’। যার ফলে ধর্মযুদ্ধ এবং অপরাজিতের মধ্যে প্রতিযোগিতা চলেছিল। সেই ক্ষেত্রে এগিয়ে গিয়েছিল অপরাজিত।

অন্য দিকে স্বাধীনতার প্রাক্কালে মুক্তি পেয়েছিল ধর্মযুদ্ধ। ধর্মীয় দ্বেষ ও হানাহানির বিষয় এই ফিল্মে তুলে ধরা হয়েছে। ধর্ম নিয়ে তর্ক-বিতর্ক সৃষ্টি হয়েছিল এই ছবি ঘিরে। অনেকেই এই ছবি বয়কট করার দাবিও তুলেছিলেন। তবে সেসবের মাঝেও ছবিতে মূল আকর্ষণ হয়ে উঠেছিল আম্মা স্বাতীলেখা সেনগুপ্ত। তার অভিনয় দুর্দান্তভাবে নজর কেড়েছিল দর্শকদের। এরপরই আবার মুক্তি পেয়েছে শুভশ্রী গাঙ্গুলী অভিনীত ছবি ‘বিসমিল্লাহ’। যেখানে তাকে অভিনেতা ঋদ্ধি সেন এর বিপরীতে অভিনয় করতে দেখা গিয়েছে। ছবিতে ঋদ্ধি মুসলমান হওয়া সত্ত্বেও তাকে কৃষ্ণ রূপে দেখা গিয়েছে। আর পাশাপাশি শুভশ্রী সেজে উঠেছিলেন রাধা রূপে। যা ঘিরে আবার নতুন করে বিতর্ক সৃষ্টি হয়েছিল। অনেকেই বলেছিল বিসমিল্লা ছবিটি ভুল ধর্মীয় বার্তা দিচ্ছে সমাজে।

এরপর বিসমিল্লাহ মুক্তি পেতে না পেতে কয়েক দিনের মাথাতেই মুক্তি পাচ্ছে পরমব্রত চট্টোপাধ্যায় পরিচালিত ছবি ‘বৌদি ক্যান্টিন’। ছবিতে পরমব্রতর বিপরীতে দেখা যাবে শুভশ্রী কে। ইতিমধ্যেই ছবির ট্রেলার মুক্তি পেয়ে গিয়েছে। কিন্তু এত সাফল্যের মাঝেও অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলীর চিন্তা বাড়ছে, ভয় বাড়ছে অভিনেত্রী। অভিনেত্রীর ভয় দর্শকেরা একজন অভিনেতা অভিনেত্রীকে একটি চরিত্রে যখন দেখে সেই চরিত্র থেকে বেরিয়ে আসার জন্য সেই অভিনেতা অভিনেত্রী এবং দর্শকদের কিছুটা সময় লাগে। সেখানে শুভশ্রীকে দর্শকেরা পরপর বেশ কয়েকটি ছবিতে বিভিন্ন বিভিন্ন ও চরিত্রে দেখছেন যার ফলে দর্শক একেবারেই বিষয়টি সামলে উঠতে পারছেন না। আর এই জন্যই হতে পারে দর্শক সেই ছবিগুলি মন দিয়ে দেখছেন না আর দর্শকদের ভালো লাগছেনা।

Comments are closed.