সূচনা হল ‘কলকাতা শ্রী’ প্রতিযোগিতার, উপস্থিত ছিলেন মেয়র ফিরহাদ হাকিম

কলকাতার পুজোগুলিকে ‘কলকাতা শ্রী’ দিয়ে পুরস্কৃত করে কলকাতা পুর নিগম। সোমবার কলকাতা শ্রী প্রতিযোগিতার ফর্মের উদ্বোধন করেন মেয়র ফিরহাদ হাকিম। কলকাতা পুরনিগমের কেন্দ্রীয় ভবনের বাইরে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয় ‘কলকাতা শ্রী’ ফর্মের।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অভিনেতা তথা সাংসদ দেব, মেয়র পারিষদ দেবাশীষ কুমার। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিইএসসি পক্ষ থেকে অভিজিৎ ঘোষ। এছাড়াও উপস্থিত ছিলেন ঢাকি এবং সাধারণ মানুষ। ঢাকের আওয়াজ, ধনুচি নৃত্যের মাধ্যমে জমজমাট এক অনুষ্ঠানের মাধ্যমে কলকাতা শ্রী প্রতিযোগিতায় যোগদানের জন্য আবেদন করা হয়। সোমবার থেকে অনলাইনে আবেদন করতে পারবেন পুজো উদ্যোক্তারা।

অনুষ্ঠান মঞ্চ থেকে মেয়র পরিষদ দেবাশীষ কুমার বলেন, গত ১১ বছর ধরে ‘কলকাতা শ্রী’ প্রতিযোগিতা হচ্ছে। শহরের আড়াইশোর বেশি পুজোকমিটি এই অনুষ্ঠানে অংশ নিচ্ছে। অন্যদিকে মেয়র ফিরহাদ হাকিম বলেন, কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে দিয়ে মমতা ব্যানার্জিকে ভয় দেখানো যাবে না। ২০১১ সাল থেকে শুরু হয়েছে ‘কলকাতা শ্রী’ প্রতিযোগিতা। প্রতিবছর সিএসসি-র সহযোগিতায় কলকাতা ‘শ্রী’ অনুষ্ঠান করে থাকে কলকাতা পুরসভা।

Comments are closed.