কমিশনের সঙ্গে আলোচনায় সন্তুষ্ট, রাজ্যে দ্রুত উপনির্বাচন নিয়ে আশাবাদী তৃণমূল

মুখ্য নির্বাচন কমিশনার ও নির্বাচন কমিশনের ফুল বেঞ্চের সঙ্গে কথা হয়েছে, আলোচনা সদর্থক। আশা রাখছি রাজ্যে দ্রুত উপনির্বাচন হবে। বৃহস্পতিবার জাতীয় নির্বাচন কমিশনের অফিস থেকে বেরিয়ে সাংবাদিকদের জানালো তৃণমূলের ছয় সদস্যের প্রতিনিধি দল।

রাজ্যে দ্রুত উপনির্বাচন করানোর দাবি নিয়ে এদিন সাংসদ সুদীপ ব্যানার্জি, কল্যাণ ব্যানার্জি, কাকলি ঘোষ দস্তিদার, সুখেন্দু শেখর রায়রা নির্বাচন কমিশনের সদর দফতরে যান। এর আগেও তৃণমূলের তরফে কমিশনে চিঠি দিয়ে জানানো হয় রাজ্যে বর্তমানে করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। কমিশন যেন দ্রুত নির্বাচন ঘোষণা করে।

উল্লেখ্য রাজ্যের সাতটি বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন বাকি রয়েছে। যার মধ্যে মুর্শিদাবাদ জেলার দুটি কেন্দ্র জঙ্গীপুর ও সামশেরগঞ্জ-এ প্রার্থী মারা যাওয়ায় ভোটই হয়নি। এছাড়াও ভবানীপুর, খরদহ, দিনহাটা, শান্তিপুর, গোসাব কেন্দ্রে উপনির্বাচন রয়েছে।

এর মধ্যে ভবানীপুর কেন্দ্র নিজে প্রার্থী হতে পারেন মুখ্যমন্ত্রী। সংবিধান অনুযায়ী, নন্দীগ্রামে হারের পর ছয় মাসের মধ্যে অন্য কোনও কেন্দ্র থেকে তাঁকে জিতে আসতে হবে। সেক্ষত্রে এখনও পর্যন্ত জানা যাচ্ছে মুখ্যমন্ত্রী ভবানীপুর কেন্দ্র থেকেই লড়বেন।

কমিশনের অফিস থেকে বেরিয়ে এদিন সুদীপ ব্যানার্জি জানান, আমরা মুখ্য কমিশনারকে জানিয়েছি রাজ্যের মানুষের দাবি ছয় মাসের মধ্যে যেন রাজ্যে উপনির্বাচন হয়। ওনারাও ওনাদের কথা বলেছেন। আলোচনায় আমরা সন্তুষ্ট। আশা করছি দ্রুত নির্বাচন প্রক্রিয়া সম্পূর্ণ হবে।

Comments are closed.