‘হর ঘর তেরঙ্গা’, স্বাধীনতার ৭৫ বছর উপলক্ষ্যে নয়া কর্মসূচি কেন্দ্রের, টুইটের মাধ্যমে দেশবাসীকে বার্তা প্রধানমন্ত্রীর

স্বাধীনতার ৭৫ বছর উপলক্ষ্যে দেশজুড়ে আজাদি কা অমৃত মহোৎসব। এবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ঘোষণা করলেন ‘হর ঘর তেরঙ্গা’ কর্মসূচির কথা। শুক্রবার পরপর কয়েকটি টুইট করেন প্রধানমন্ত্রী। সেখানে লেখেন, আসুন আমরা ‘হর ঘর তেরঙ্গা’ কর্মসূচি পালন করি। এই কর্মসূচিতে ১৩ থেকে ১৫ অগাষ্টের মধ্যে প্রত্যেকে নিজেদের বাড়িতে তেরঙ্গা তুলুন। এতে জাতীয় পতাকার সঙ্গে আমাদের সম্পর্ক আরও গভীর হবে।

স্বাধীনতার ৭৫ বছর পূর্তিতে দেশ জুড়ে আজাদি অমৃত মহোৎসবের ঘোষণা হয়েছে আগেই। খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীই এর ঘোষণা করেন। এবার কেন্দ্রের তরফ থেকে আরও একটি বিশেষ কর্মসূচির পরিকল্পনা নেওয়া হয়েছে। ‘হর ঘর তেরঙ্গা’ কর্মসূচিতে অগাস্ট মাসে তিন দিন ধরে ঘরে ঘরে ভারতের জাতীয় পতাকা ওড়ানোর কথা বলা হয়েছে। এই কর্মসূচিতে বাদ যাবে না সরকারি ভবন, রাষ্ট্রায়াত্ত সংস্থা, স্বেচ্ছাসেবী সংস্থা, রেস্তোরা, শপিং মলও।

এদিন আরও একটি টুইট করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেখানে তিনি লেখেন, আজ ২২শে জুলাই। আমাদের ইতিহাসে এই দিনটির একটি বিশেষ বিশেষ প্রাসঙ্গিকতা রয়েছে। ১৯৪৭ সালের এই দিনে আমাদের জাতীয় পতাকা গৃহীত হয়। তিনি কিছু ছবি শেয়ার করেন টুইটারে। সেখানে তেরঙ্গা তৈরির সময় এরসঙ্গে যুক্ত কমিটির কিছু ছবি শেয়ার করেন তিনি। ভারতের প্রথম প্রধানমন্ত্রী পন্ডিত জওহরলাল নেহরু প্রথম যে জাতীয় পতাকাটি উন্মোচন করেছিলেন, সেই ছবি শেয়ার করেন তিনি।

প্রধানমন্ত্রী বলেন, ‘আজ আমরা তাঁদেরকে স্মরণ করি যাঁরা স্বাধীন ভারতের পতাকার স্বপ্ন দেখেছিলেন। আমরা তাঁদের স্বপ্ন পূরণ করতে এবং স্বপ্নের ভারত গড়তে প্রতিশ্রুতিবদ্ধ।

Comments are closed.