হরিদেবপুরে পরিত্যক্ত জমি থেকে উদ্ধার ১৪ টি সদ্যোজাত শিশুর মৃতদেহ, এলাকায় চাঞ্চল্য

হরিদেবপুরে একটি পরিত্যক্ত জমিতে আগাছা, জঙ্গল পরিষ্কার করার সময় উদ্ধার হল ১৪ টি সদ্যোজাত শিশুর মৃতদেহ। এই ঘটনাকে কেন্দ্র করে রবিবার এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পুলিশ জানিয়েছে, হরিদেবপুর থানা এলাকার ২১৪ নম্বর রাজা রামমোহন সরণিতে এদিন সকাল থেকে জঙ্গল, আগাছা পরিষ্কারের কাজ চলছিল। আগাছা পরিষ্কার করার সময় কর্মীরা প্রথমে একটি প্লাস্টিকের ব্যাগ পান। ব্যাগ থেকে দুর্গন্ধ বেরলে তা খুলতেই সেখান থেকে বেরিয়ে আসে একটি শিশুর মৃতদেহ। এতেই কর্মীদের মধ্যে চাঞ্চল্যের সৃষ্টি হয়। খবর দেওয়া হয় স্থানীয় থানায়। আশপাশের সাধারণ মানুষও ভিড় জমাতে শুরু করেন।
এরপর পুরো মাঠেই আগাছার মধ্যে তল্লাশি শুরু হয়। ঝোপঝাড়ের মধ্যে থেকে পরপর উদ্ধার হয় এমন অনেক ব্যাগ। তা থেকে সব মিলে ১৪ টি সদ্যোজাত শিশুর মৃতদেহ উদ্ধার করে পুলিশ এবং স্থানীয় মানুষ। পুলিশ জানিয়েছে, অনেক শিশুর দেহ থেকেই কঙ্কাল বেরিয়ে গেছে। অনুমান করা হচ্ছে অনেকদিন আগেই মৃতদেহগুলি এই মাঠে ফেলা হয়েছে। মৃতদেহগুলি উদ্ধার করে তা ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। কীভাবে এই পরিত্যক্ত মাঠে এতগুলি শিশুর মৃতদেহ এল, তদন্ত করে দেখছে পুলিশ। স্থানীয়রা জানিয়েছেন, দীর্ধ দিন ধরেই জমিটি ঘেরা ছিল। সম্প্রতি জমিটির হাত বদল হয়। তারপরই জমিটি পরিষ্কার করতে সাফাই কর্মীরা কাজ করছিলেন। এই ঘটনায় হরিদেবপুর এলাকায় তোলপাড় পড়ে যায়।

Comments are closed.