হরিয়ানায় চালু বেসরকারী চাকরিতে স্থানীয়দের ৭৫% সংরক্ষণ

বেসরকারী চাকরিতে ৭৫% সংরক্ষণের বিলে সই করলেন হরিয়ানার রাজ্যপাল সত্যদেও নারায়ণ আর্য। গত বছরের শেষ দিকে হরিয়ানা বিধানসভায় বিলটি পাস হয়। মঙ্গলবার বিলে সই করেন রাজ্যপাল। সাংবাদিক সম্মেলনে মুখ্যমন্ত্রী মনোহর লাল খট্টর জানান, খুব দ্রুত সরকার এ বিষয়ে বিজ্ঞপ্তি জারি করবে।

হরিয়ানা স্টেট এমপ্লয়মেন্ট অফ লোকাল ক্যান্ডিডেটস বিল, ২০২০ অনুযায়ী হরিয়ানায় বেসরকারি চাকরি করে মাসে ৫০ হাজার টাকার কম যাঁরা বেতন পান, তাঁরা এর আওতায় আসবেন। আপাতত ১০ বছর সংরক্ষণ চালু থাকবে। হরিয়ানার বিজেপি-জেজেপি সরকারের দাবি, এর ফলে রাজ্যে বেকারত্ব কমবে। পাশাপাশি ভিন রাজ্য থেকে চাকরির সন্ধানকারীদের যাতায়াত কমবে। ফলে সুযোগ বাড়বে স্থানীয়দের।

[আরও পড়ুন- হাথরাসের পর বুলন্দশহর, যোগী রাজ্যে ফের কিশোরীকে ধর্ষণ করে খুন]

বিলের আওতায় রয়েছে, রাজ্যের সমস্ত বেসরকারী সংস্থা, সমিতি এবং ট্রাস্ট। নয়া আইনের সুবিধা পেতে কোনও ব্যক্তির জন্ম হরিয়ানাতেই হতে হবে বা কমপক্ষে ১৫ বছর সেই রাজ্যে থাকতে হবে। এই বিষয়ে জেজেপি নেতা দুষ্মন্ত চৌতালার কথায়, আজ রাজ্যের কমবয়সীদের আনন্দের দিন৷

হরিয়ানাতে ভোটের আগে চৌতালার জেজেপি প্রতিশ্রুতি দিয়েছিল, ক্ষমতায় এলে বেসরকারি চাকরিতে স্থানীয়দের জন্য ৭৫ শতাংশ সংরক্ষণ চালু হবে।

 

Comments are closed.