ভোট পরবর্তী হিংসা নিয়ে হাইকোর্টের নির্দেশ পুনর্বিবেচনার আর্জি রাজ্যের

ভোট পরবর্তী হিংসা মামলায় হাইকোর্টের সাত দফা নির্দেশ পুনর্বিবেচনার আর্জি রাজ্য সরকারের। মঙ্গলবার হাই কোর্টের পাঁচ বিচারপতির ডিভিশন বেঞ্চে রিভিউ পিটিশন দাখিল করে রাজ্য সরকার।

গত ২ জুলাই হাইকোর্টের দেওয়া সাত দফা নির্দেশ রাজ্য সরকারের কথা না শুনেই দেওয়া হয়েছে। এই অভিযোগে নির্দেশ পুনর্বিবেচনার আর্জি জানানো হয়েছে বলে দাবি রাজ্যের।

২ জুলাই ভোট পরবর্তী হিংসা মামলায় হাইকোর্টের প্রধান বিচারপতি রাজেশ বিন্দলের নেতৃত্বাধীন পাঁচ বিচারপতির ডিভিশন বেঞ্চ নির্দেশ দেয়, রাজ্যে ভোট পরবর্তী হিংসায় আহতদের চিকিৎসার খরচ রাজ্য সরকারকে বহন করতে হবে। ভোটের পর হিংসা নিয়ে যা যা অভিযোগ এসেছে পুলিশকে সব অভিযোগের মামলা রুজু করতে হবে। ফৌজদারি বিধির ১৬৪ নম্বর ধারা অনুযায়ী প্রত্যেক অভিযোগকারীর গোপন জবানবন্দি নিতে হবে।

হিংসায় ক্ষতিগ্রস্তদের বিনামূল্যে রেশনের ব্যবস্থা করতে হবে। হিংসায় কারোর রেশন কার্ড হারিয়ে গেলে নতুন করে রেশন কার্ডের ব্যবস্থা করতে হবে।

অন্যদিকে ভোট পরবর্তী হিংসা খতিয়ে দেখতে জাতীয় মানবাধিকার কমিশনকে নির্দেশ দিয়েছিল হাইকোর্ট। সেইমত ২৪ জুন জাতীয় মানবাধিকার কমিশনের সাত সদস্যের কমিটি পরিস্থিতি খতিয়ে দেখতে রাজ্যে আসে।

হাইকোর্টে জাতীয় মানবাধিকার কমিশনের ৭ সদস্যের কমিটি জানিয়েছে, রাজ্যের মোট ১৬৮ জায়গায় ঘুরে দেখা হয়েছে। রাজ্যের অন্যান্য জায়গায় হিংসার পরিস্থিতি খতিয়ে দেখার সময় চেয়েছে মানবাধিকার কমিশন। পাশাপাশি পরিস্থিতি খতিয়ে দেখতে পুলিশ সাহায্য করছে না বলে অভিযোগ আনা হয়। কিন্তু এদিন রিভিউ পিটিশন দাখিল করার সময় রাজ্য জানিয়েছে, মানবাধিকার কর্মীদের সমস্ত রকম তথ্য দিয়ে সহযোগিতা করছে সরকার।

Comments are closed.