ওমিক্রন আতঙ্ক রাজ্যেও! জেলার স্বাস্থ্য আধিকারিকদের নির্দেশ পাঠালো রাজ্যের স্বাস্থ্য দফতর 

কোভিডের নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রনের জেরে গোটা বিশ্বে চাঞ্চল্য ছড়িয়েছে। এবার রাজ্যের স্বাস্থ্য দফতরের তরফেও জারি হল নির্দেশিকা। সূত্রের খবর, করোনার নতুন রূপ নিয়ে সতর্কতা জারি করে রাজ্য স্বাস্থ্য দফতরের তরফে প্রতিটি জেলার স্বাস্থ্য আধিকারিকদের সতর্কতামূলক নির্দেশ পাঠানো হয়েছে। 

নির্দেশকায় জানানো হয়েছে, ওমিক্রন সংক্রমণ ছড়িয়েছে এমন কোনও দেশ থেকে কেউ ফিরে হাসপাতালে এলে সতর্কতা অবলম্বন করতে হবে। প্রয়োজনে পুলিশ এবং এয়ারপোর্ট কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় রেখে কাজ করতে হবে। হাই রিস্ক দেশগুলি থেকে কারা আসছেন, তা জানতে রাজ্য স্বাস্থ্য দফতরের তরফে এয়ারপোর্ট অথরিটির সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখা হচ্ছে। রাজ্যের স্বরাষ্ট্র দফতর এবং পুলিশের সঙ্গেও যোগাযোগ রাখছে স্বাস্থ্য দফতর, এমনটাই জানা গিয়েছে। 

উল্লেখ বর্তমানে ওমিক্রমন ঝুঁকির নিরিখে মোট ১২টি দেশকে হাই রিস্ক জোন হিসেবে চিহ্নিত করা হয়েছে। এদিন সিঙ্গাপুর এবং বাংলা দেশকেও হাই রিস্ক তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে। 

Comments are closed.