সক্রিয় ঘূর্ণাবর্ত, রবিবার সারাদিন বৃষ্টির পূর্বাভাস, সোমবার থামতে পারে দুর্যোগ, জানাল আবহাওয়া দফতর

শুক্রবার থেকে রাত থেকে শুরু হওয়া বৃষ্টি থামার লক্ষণ নেই শনিবারও। জলমগ্ন কলকাতার একাধিক এলাকা। এরমধ্যে আগামী ২৪ ঘন্টায় কলকাতা সহ দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দিল আবহাওয়া দফতর। পশ্চিমবঙ্গ ও বাংলাদেশ লাগোয়া এলাকায় ঘূর্ণাবর্ত সক্রিয় হওয়ায় শনিবার রাত থেকেই ফের দক্ষিণবঙ্গে মাঝারি ও ভারী বৃষ্টিপাত শুরু হয়ে যেতে পারে বলে আবহাওয়া দফতরের পূর্বাভাস। সোমবার থেকে আকাশ পরিষ্কার হতে পারে বলে জানাচ্ছে হাওয়া অফিস।
শুক্রবার বিকেল থেকে টানা বৃষ্টিতে কলকাতার সেন্ট্রাল অ্যাভেনিউ, বিধান সরণি, আমহার্স্ট স্ট্রিট, ঠনঠনিয়া কালীবাড়ি সহ উত্তর কলকাতার একাধিক এলাকা জলমগ্ন হয়ে পড়ে। একই ছবি দেখা যায় দক্ষিণ কলকাতায়ও। পার্ক সার্কাস কানেক্টর, রডন স্ট্রিট, লাউডন স্ট্রিট, পার্ক স্ট্রিটের মতো এলাকায় জল দাঁড়িয়ে রয়েছে। এছাড়া বেহালার আদর্শনগরে বাড়ির ভেতর জল ঢুকে যাওয়া থেকে শীলপাড়া, সখের বাজার এলাকায় জল জমে মানুষের ভোগান্তি চরমে উঠেছে। এদিকে সল্টলেকের সেক্টর ফাইভের সামনে রাস্তায় জল দাঁড়িয়ে গিয়েছে। জল রয়েছে সায়েন্স সিটির সামনেও। জল রয়েছে খিদিরপুর, একবালপুর, যাদবপুর, মুকুন্দপুর, বাঘাযতীন, ঢাকুরিয়া, কসবার বিস্তীর্ণ এলাকায়। মেয়র ফিরহাদ হাকিম বলেন, নতুন করে ভারী বৃষ্টি না হলে তাড়াতাড়িই জল নামবে। পুরসভার একাধিক পাম্পিং স্টেশন পরিদর্শন করে সেগুলি ঠিকঠাক কাজ করছে কিনা, তা খতিয়ে দেখেন তিনি। কিন্তু শনিবার রাত থেকে ফের অঝোর বৃষ্টি শুরু হলে, শহরের রাস্তাঘাটের অবস্থা আরও খারাপ হবে বলে আশঙ্কা করা হচ্ছে। অন্যদিকে, শিয়ালদহ ফ্লাইওভার ও জীবনানন্দ সেতু মেরামতির জন্য বন্ধ, ফলে তীব্র হচ্ছে যানজটের সমস্যা।

Comments are closed.