সিকিমে প্রবল তুষারপাত, বিপাকে পড়েছেন পর্যটকরা

প্রবল তুষারপাতের জেরে অবরুদ্ধ হয়ে পড়েছে সিকিমের একাধিক রাস্তা। চরম বিপাকে পড়েছেন পর্যটকরা। বরফের চাদরে ঢাকা পড়েছে সিকিমের লাচুং, ইয়ামথাং থেকে শুরু করে জিরো পয়েন্ট, গুরুদংমার লেক। গত ১০ থেকে ১২ দিন ধরে ব্যাপক তুষারপাত হচ্ছে সিকিমের বিভিন্ন জায়গায়। এরফলে লাচুং থেকে ইয়ামথাং যাওয়ার পথ বন্ধ হয়ে গিয়েছে।

জিরো পয়েন্টের তাপমাত্রা নেমে গিয়েছে হিমাঙ্কের ৭ থেকে ৮ ডিগ্রি নীচে। রাস্তায় বরফ জমে থাকার ফলে গাড়ি নিয়ে যেতে পারছেন না পর্যটকরা। অধিকাংশ সময়ই হোটেলবন্দি হয়ে থাকতে হচ্ছে পর্যটকদের। এই অবস্থায় পাহাড় থেকে সমতলে নামার ক্ষেত্রেও চিন্তার ভাঁজ পড়েছে পর্যটকদের কপালে। আবহাওয়াবিদরা আগেই জানিয়েছিলেন, ফেব্রুয়ারি মাসে তুষারপাত হবে সিকিমে। সেইমত ফেব্রুয়ারি মাস পড়তেই বৃষ্টিপাত শুরু হয়। আবহবিদরা আরও জানিয়েছেন, আগামী কয়েকদিন প্রবল বৃষ্টিপাত চলবে সিকিমে।

এর আগেও অক্টোবর মাসে সিকিম বেড়াতে গিয়ে বিপাকে পড়েছিলেন পর্যটকরা। সিকিমের বেশ কিছু জায়গায় রাস্তায় ধসও নামে। এই অবস্থায় পারমিট বাতিল করার সিদ্ধান্ত নেয় সরকার। এবারও সেই পরিস্থিতি তৈরী হবে কিনা তা নিয়ে চিন্তায় রয়েছেন পর্যটকরা।

Comments are closed.