মাওবাদী হামলার আশঙ্কা, ১৫ দিনের জন্য জঙ্গলমহলে জারি হাই এলার্ট

আগামী ১৫ দিনের মধ্যে জঙ্গলমহলে বড়সড় নাশকতা ঘটাতে পারে মাওবাদীরা। টার্গেট, কোনও নেতার বাড়ি অথবা থানা। সম্প্রতি কেন্দ্রীয় গোয়েন্দা রিপোর্টে এমনই চাঞ্চল্যকর দাবি করা হয়েছে। যার জেরে ১৫ দিনের জন্য জঙ্গমহলে হাই এলার্ট জারি করল প্রশাসন। জানা গিয়েছে, ইতিমধ্যেও সমস্ত পুলিশের ছুটি বাতিল করে দেওয়া হয়েছে। যাঁরা ছুটিতে আছেন দ্রুত তাঁদের কাজে যোগ দিতে বলা হয়েছে। সেই সঙ্গে মাওবাদী অধ্যুষিত জঙ্গলমহলে রাজনৈতিক নেতাদের প্রশাসনের তরফে জানানো হয়েছে, কেউ যেন ব্যক্তিগত দেহরক্ষী ছাড়া চলাফেরা না করেন। 

ইতিমধ্যেই পুলিশ ও কেন্দ্রীয় বাহিনীর তরফে জঙ্গলমহলের নানান জায়গায় তল্লাশি অভিযান চালানো হচ্ছে। সেই সঙ্গে জায়গায় জায়গায় নাকা চেকিং করা হচ্ছে। প্রসঙ্গত বেশ কয়েকদিন ধরেই জঙ্গলমহলের বিভিন্ন এলাকায় মাওবাদী পোস্টার পাওয়া যাচ্ছিল, যা নিয়ে চাঞ্চল্য ছড়িয়েছিল এলাকায়। এর মধ্যেই গত ৮ এপ্রিল জঙ্গলমহলে বনধের ডাক দিয়েছিল মাওবাদীরা। যা বেশ প্রভাব পড়েছিল। সব মিলিয়ে এদিনের কেন্দ্রীয় গোয়েন্দা রিপোর্টে ফের একবার নতুন করে আলোচনা শুরু হয়েছে মাওবাদীদের নিয়ে। 

Comments are closed.