রাজীব কুমারের রক্ষাকবচ একদিন বাড়ানোর আর্জি খারিজ হাইকোর্টের, শুক্রবার থেকে শুনানি

রাজীব কুমারের রক্ষাকবচ বৃদ্ধির আবেদন নাকচ করল কলকাতা হাইকোর্ট। বৃহস্পতিবার কলকাতা হাইকোর্টের বিচারপতি মধুমিতা মিত্র মন্তব্য করেন, সব কিছুরই একটা শেষ হওয়া প্রয়োজন।
সারদা মামলায় তথ্য বিকৃতি ও অসহযোগিতার অভিযোগে তৎকালীন সিট প্রধান রাজীব কুমারকে সিবিআই নিজেদের হেফাজতে নিয়ে তদন্ত করতে চাওয়া থেকেই মামলার সূত্রপাত। প্রথমে সুপ্রিম কোর্ট পরে কলকাতা হাইকোর্টে আবেদন করেন কলকাতার প্রাক্তন পুলিশ কমিশনার রাজীব কুমার। কলকাতা হাইকোর্টও বেশ কয়েকবার তাঁর রক্ষাকবচের মেয়াদ বাড়িয়েছে। কিন্তু বৃহস্পতিবার সংশ্লিষ্ট মামলার শুনানিতে রাজীব কুমারের আইনজীবী আগামী সোমবার পর্যন্ত রক্ষাকবচের মেয়াদ বাড়ানোর আবেদন জানালে তা খারিজ করেন বিচারপতি মধুমিতা মিত্র। তিনি বলেন, সব কিছুরই একটা শেষ থাকা দরকার। শুক্রবারই শেষ হচ্ছে রাজীব কুমারের রক্ষাকবচের মেয়াদ। সেদিনই মামলার পরবর্তী শুনানি হবে বলে জানিয়েছে হাইকোর্ট। অন্যদিকে, রাজীব কুমারের আইনজীবী বলেন, মদন মিত্র মামলার পুনরাবৃত্তি হোক রাজীব কুমারের ক্ষেত্রেও, তা তাঁরা চান না। সারদা মামলায় রাজ্যের প্রাক্তন মন্ত্রী মদন মিত্রকে সাক্ষী হিসেবে ডেকে পরে তাঁকেই অভিযুক্ত হিসেবে গ্রেফতার করা হয় বলে জানান রাজীব কুমারের আইনজীবী। শুক্রবার মামলার পরবর্তী শুনানি।

Comments are closed.