শুভেন্দুকে নিয়ে আপত্তি মামলায় নতুন কমিটি গড়ল হাইকোর্ট, সঙ্গে করোনা মোকাবিলায় একাধিক নতুন নির্দেশ 

করোনা আবহে গঙ্গাসাগর মেলা নিয়ে নতুন কমিটি গঠনের নির্দেশ দিল হাইকোর্ট। সেই সঙ্গে করোনা পরিস্থিতি নিয়ে একাধিক নির্দেশ দিয়েছে আদালত। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে নিয়ে যে কমিটি তৈরি হয়েছিল তা ভেঙে দিয়ে এদিন নতুন কমিটি তৈরির নির্দেশ দিয়েছে হাইকোর্ট। দুই সদস্যের এই নতুন কমিটি করোনা বিধি মেনে মেলা হচ্ছে কিনা সেদিকে নজর রাখবে। 

করোনা আবহে মেলা করা নিয়ে একাধিক মামলা হয় হাইকোর্টে। সেই মামলায় মেলার জন্য একটি নজরদারি কমিটি গঠন করে দেয় হাইকোর্ট। সেই কমিটিতে ছিলেন রাজ্যের মুখ্যসচিব, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এবং রাজ্যের মানবাধিকার কমিশনের চেয়ারম্যান। হাইকোর্টের এই কমিটিতে রাজনৈতিক ব্যক্তিত্ব হিসেবে শুভেন্দুর অন্তর্ভুক্তি নিয়ে আদালতে তিন আইনজীবী মামলা করেন।  

মঙ্গলবার এই মামলার শুনানিতে হাইকোর্টের তরফে জানানো হয়, দুই সদস্যের নতুন কমিটি মেলায় নজিরদারী চালাবে। কমিটিতে থাকবেন প্রাক্তন বিচারপতি সমাপ্তি চ্যাটার্জি এবং লিগ্যাল সার্ভিস অর্থরিটির সদস্য। মেলা নিয়ে যাবতীয় সিদ্ধান্ত নেবে এই কমিটি। প্রয়োজনে রাজ্যকে মেলা বন্ধেরও নির্দেশ দিতে পারে। এবং সমস্ত বিষয়টি দেখাশুনা করবেন রাজ্যের মুখ্যসচিব। 

হাইকোর্টের তরফে এদিন আরও জানানো হয়, করোনার দুটি টিকা থাকলে এবং ৭২ ঘন্টা আগে আরটিপিসিআর টেস্টের রিপোর্ট নেগেটিভ থাকলে তবেই মেলায় প্রবেশের অনুমতি পাবে। মেলায় ঢোকার মুখেই তীর্থযাত্রীদের নথি পরীক্ষা করার ব্যবস্থা করতে হবে রাজ্যকে। সেই সঙ্গে সাগর দ্বীপকে নোটিফায়েড এলাকা হিসেবে চিহ্নিত করতে হবে। 

Comments are closed.