মুকুল রায়ের গ্রেফতারিতে স্থগিতাদেশ হাইকোর্টের, রেল বোর্ডে পদ পাইয়ে দেওয়ার নামে প্রতারণার অভিযোগ

রেল বোর্ডের সদস্য করে দেওয়ার নাম করে লক্ষ লক্ষ টাকা নেওয়ার অভিযোগে দায়ের হওয়া মামলায় আপাতত গ্রেফতারি এড়ালেন মুকুল রায়। ৫ ই সেপ্টেম্বর পর্যন্ত বিজেপি নেতাকে গ্রেফতারিতে অন্তর্বতী স্থগিতাদেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। সেদিনই মামলার পরবর্তী শুনানি হবে।

হাইকোর্ট এদিন বলে, জানুয়ারি মাসে অভিযোগ দায়ের হয়েছে। তারপর কেটে গিয়েছে ৭ মাস। এতদিন পুলিশ কী করছিল, প্রশ্ন করেন বিচারপতি। দুপক্ষের সওয়াল-পাল্টা সওয়াল শুনে আদালত বিজেপি নেতা মুকুল রায়ের গ্রেফতারিতে ৫ ই সেপ্টেম্বর পর্যন্ত অন্তর্বতী স্থগিতাদেশ দেয়।

এর আগে রেল বোর্ডে পদ পাইয়ে দেওয়ার নাম করে তাঁর কাছ থেকে ৪০ লক্ষ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ ওঠে দক্ষিণ কলকাতার এক বিজেপি নেতার বিরুদ্ধে। পুলিশ তাঁকে গ্রেফতার করে। ঘটনায় নাম জড়ায় প্রাক্তন রেলমন্ত্রী, বর্তমানে বিজেপি নেতা মুকুল রায়ের। আগাম জামিনের জন্য হাইকোর্টের দ্বারস্থ হন মুকুল।

Comments are closed.