দমদম পার্ক ভারতচক্রে জুতো দিয়ে মণ্ডপ সাজানো মামলায় হস্তক্ষেপ করবে না আদালত, রায় হাইকোর্টের

দমদম পার্ক ভারত চক্রের জুতো দিয়ে মণ্ডপ সজ্জা মামলার শুনানিতে রায় দিল হাইকোর্ট। হাইকোর্ট জানিয়ে দিয়েছে, এই মামলায় হস্তক্ষেপ করবে না আদালত। হাইকোর্টের বক্তব্য, সোশ্যাল মিডিয়ার রিপোর্টের ভিত্তিতে মামলা দাখিল হয়েছে। পুলিশ রিপোর্ট দাখিল না হওয়া পর্যন্ত হাইকোর্ট এই মামলায় কোনও হস্তক্ষেপ করবে না।

এদিন মামলার শুনানিতে অ্যাডভোকেট জেনারেল জানান, মূল মণ্ডপের থেকে প্রায় ১১ ফুট দূরত্বে একটি অস্থায়ী কাঠামোতে জুতো ব্যবহার করে দেওয়া হয়েছে থিমের বার্তা।

দমদম পার্ক ভারতচক্র এই বছর পুজোর থিমে সাজিয়ে তুলেছিল দীর্ঘ সক বছর ধরে চলতে থাকা কৃষক আন্দোলনের কথা। মণ্ডপসজ্জায় তাঁরা জুতোর ব্যবহার করেছিল। এই নিয়ে বিতর্ক দানা বাঁধে। ধর্মীয় বিশ্বাসে আঘাতের অভিযোগে দায়ের হয় মামলা। সেই মামলার শুনানিতেই বৃহস্পতিবার হাইকোর্ট জানিয়ে দিল, দমদম পার্ক ভারত চক্রের বিরুদ্ধে দায়ের হওয়া মামলায় এই মুহূর্তে কোনও হস্তক্ষেপ করবে না আদালত। এই মামলায় ২৫ অক্টোবরের মধ্যে পুলিশকে রিপোর্ট দেওয়ার নির্দেশ দিয়েছেন বিচারপতি।

Comments are closed.