ইংরেজি নয় বিভিন্ন রাজ্যের মানুষ কথা বলুক হিন্দিতে, বললেন অমিত শাহ 

হিন্দির পক্ষে জোরদার সওয়াল করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। বৃহস্পতিবার একটি অনুষ্ঠানে গিয়ে দেশের স্বরাষ্ট্রমন্ত্রী সাফ বলেন, ইংরেজির বিকল্প হিসেবে হিন্দিকে ব্যবহার করা হোক। বিভিন্ন রাজ্যের মানুষের উচিত নিজেদের মধ্যে কথা বলার সময় হিন্দি ভাষাকে ব্যবহার করা। তাঁর দাবি, দেশের সংহতির স্বার্থে হিন্দির গুরুত্ব বাড়ানো উচিত। 

সরকারি ভাষা বিষয়ক সংসদীয় কমিটির চেয়ারম্যান অমিত শাহ। বৃহস্পতিবার কমিটির একটি বৈঠকে উপস্থিত ছিলেন তিনি। সেখানেই হিন্দির সমর্থনে জোরদার সওয়াল করেন শাহ। তাঁর কথায়, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সিদ্ধান্ত নিয়েছেন, সরকারি কাজে সরকারি ভাষা ব্যবহার করা হবে। দেশের সংহতি রক্ষার ক্ষেত্রে হিন্দিকে গুরুত্ব দেওয়ার সময় এসেছে। এর সঙ্গে শাহ বলেন, যখন দুটি ভিন রাজ্যের সরকারি কর্মী নিজেদের মধ্যে কথা বলবেন, তাঁদের উচিত ইংরেজির বদলে হিন্দিতে কথপোকথন চালানো। 

বর্তমানে দেশের ৭০% সরকারি কাজ হয় হিন্দি ভাষাতে। কেন্দ্র চায়, সেই ব্যবহার আরও বাড়াতে। সে কারণেই শাহ বলেন, ইংরেজির বিকল্প হতে পারে একমাত্র হিন্দি। তবে বিভিন্ন আঞ্চলিক ভাষা থেকে শব্দ গ্রহণ করে হিন্দিকেও নমনীয় হতে হবে বলে পরামর্শ দেন স্বরাষ্ট্রমন্ত্রী। 

Comments are closed.