জালে আরও এক, নীলবাতি গাড়ি সহ ধৃত ভুয়ো মানবাধিকার কমিশন কর্মী

দেবাঞ্জন দেবের স্মৃতি উসকে দিয়ে পুলিশের জালে এবার ভুয়ো মানবাধিকার কর্মী। হুগলীর চুঁচুড়া থেকে গ্রেফতার রঞ্জন সরকার নামে এক ভুয়ো মানবাধিকার কর্মী।

নীলবাতি লাগানো গাড়িতে চেপে নিজেকে মানবাধিকার কমিশনের কর্মী হিসেবে পরিচয় দিত রঞ্জন। সরকারী চাকরি দেওয়ার নাম করে সে অনেকের কাছে টাকাও নিয়েছিল বলে জানা গেছে।
সোমবার রঞ্জন সরকারের বাড়ি এবং অফিসে তল্লাশি চালানো হয়। সেখান থেকে ৬টি গাড়ি এবং ৪টি বাইক আটক করা হয়েছে।

চুঁচুড়ার মল্লিকবাটি এলাকার বাসিন্দা রঞ্জন। চুঁচুড়ার ঋষিকেশ পল্লীতে তিনটি বাড়ি ভাড়া নিয়েছিল সে। নিজের পরিচয় দিয়েছিল মানবাধিকার কমিশনের কর্মী। তাই বাড়ির চারপাশে লাগানো ছিল সিসিটিভি ক্যামেরা। নিরাপত্তার জন্য মোতায়েন করা ছিল নিরাপত্তারক্ষী।

সোমবার এই ঘটনা প্রকাশ্যে আসতেই গভীর রাত পর্যন্ত তল্লাশি চালানো হয় তাঁর বাড়ি। শেষমেশ সিল করে দেওয়া হয় রঞ্জনের অফিস।

কসবায় ভুয়ো আইপিএস অফিসার দেবাঞ্জন দেব ধরা পরার পর থেকেই পুলিশের জালে জড়িয়ে পড়েছে একাধিক ভুয়ো অফিসার। রবিবার দিল্লি থেকে হাওড়ার বাসিন্দা ভুয়ো সিবিআই অফিসার শুভদীপ ব্যানার্জিকে গ্রেফতার করে পুলিশ। শুভদীপের স্ত্রী স্বামীর ভুয়ো পরিচয় প্রকাশ্যে আনে।

Comments are closed.