১২ দিন পর ছাড়া পেলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী; বাড়িতে থাকবেন পর্যবেক্ষণে

১২ দিন পর হাসপাতাল থেকে ছাড়া পেলেন বুদ্ধদেব ভট্টাচার্য। সুস্থ হলেও আগামী এক মাস চিকিৎসকদের পর্যবেক্ষণে থাকবেন প্রাক্তন মুখ্যমন্ত্রী। পাশাপাশি চলবে ফিজিওথেরাপি। 

বুধবার হাসপাতালের তরফে জানানো হয়েছে, এখন অনেকটাই সুস্থ আছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী। এদিন হাসপাতাল থেকে বেরোনোর সময় তাঁর সঙ্গে ছিলেন স্ত্রী মীরা ভট্টাচার্য এবং এক চিকিৎসক। এদিন বেলা ১২.১৫ নাগাদ বাড়ি পৌঁছন বুদ্ধদেব ভট্টাচার্য। 

হাসপাতালের তরফে জানানো হয়েছে, আপাতত একমাস কড়া নজরদারিতে থাকবেন প্রাক্তন মুখ্যমন্ত্রী। এখন তাঁকে বাইপ্যাপ সাপোর্টে না রাখা হলেও রাতে তা হবে। তাঁর দেখাশোনার জন্য সারাক্ষণ একটি নার্স থাকবে। এবং হাসপাতাল থেকে চিকিৎসকরা নিয়মিত তাঁর বাড়ি গিয়ে স্বাস্থ্য পরীক্ষা করে আসবেন। আগামী এক মাস তিনি হোম কেয়ার সাপোর্টে থাকবেন। 

একটু সুস্থ হওয়ার পর থেকেই বুদ্ধদেব ভট্টাচার্য বার বার বাড়ি ফিরে যেতে চেয়েছিলেন। চিকিৎসক, ঘনিষ্ঠদের কাছে তিনি বার বার আবদার করেছিলেন। তাঁর ঘনিষ্ঠ সূত্রে খবর, বাড়ি ফিরে যেতে পারে খুশি হয়েছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী। 

Comments are closed.