প্রথম দু’ঘন্টায় কত যাত্রী, রোজগারই বা হল কত? শিয়ালদহ মেট্রো নিয়ে জানাল কর্তৃপক্ষ 

উদ্বোধন নিয়ে বিতর্ক হয়েছে, আবার সেই সঙ্গে উৎসাহ দেখা গিয়েছে চোখে পড়ার মতো। বৃহস্পতিবার থেকে যাত্রী সাধারণের জন্য খুলে দেওয়া হয়েছে শিয়ালদহ মেট্রো। ঐতিহাসিক মুহূর্তে স্বাক্ষী থাকতে এদিন সকালের প্রথম মেট্রোতেই ভীড় ছিল চোখে পড়ার মতো। জানা গিয়েছে, প্রথম মেট্রোর যাত্রী হতে অনেকে রাত থেকেই পৌঁছে গিয়েছিলেন শিয়ালদহ মেট্রোর গেটে। কেউ কেউ ভোর তিনটেতে টিকিট কাউন্টারে লাইন দিয়েছেন। উৎসাহ দেখে স্বাভাবিক ভাবেই প্রশ্ন ছিল, ঠিক কত যাত্রী হল প্রথম দিন, শিয়ালদহ থেকে মেট্রো চালিয়ে রেলেরই বা কত রোজগার হল? 

ইস্ট-ওয়েস্ট মেট্রো রেলের শীর্ষ কর্তারা জানিয়েছেন, প্রথম দু’ঘন্টায় শিয়ালদহ থেকে সেক্টর ফাইভে যাওয়ার জন্য মেট্রোতে চেপেছেন প্রায় ৮০০ জন। এবং এই দু’ঘন্টায় মোটা টাকার টিকিটও বিক্রি হয়েছে। প্রথম দু’ঘন্টায় প্রায় ৩০ হাজার টাকার টিকিট বিক্রি হয়েছে বলে জানিয়েছেন তাঁরা। যা দেখে রীতিমতো উৎসাহিত ইস্ট-ওয়েস্ট মেট্রো কর্তৃপক্ষ। অনেক মেট্রো স্টেশনের শুরুর সময় থেকে এত যাত্রী দেখা যায়নি বলে জানিয়েছে মেট্রো রেলের শীর্ষ কর্তার। শিয়ালদহ সেক্ষত্রে ব্যতিক্রম। 

Comments are closed.