দু,এক দিনের ছুটি মানেই দীঘা। স্বল্প অবসরের জন্য বাঙালির পছন্দের তালিকার একেবারে শীর্ষে রয়েছে দীঘা। এখন বর্ষা উপভোগ করতে পর্যটকেরা দলে দলে দীঘায় পাড়ি দিচ্ছেন। দীঘা প্রেমীদের জন্য এবার সুখবর দিল রেল। ফের চালু হয়ে গেল হাওড়া দীঘা কাণ্ডারী এক্সপ্রেস। সোমবার দুপুর ২ টো ২৫ মিনিটে দীঘার উদ্দেশ্যে রওনা দেয় কাণ্ডারী এক্সপ্রেস।
দীঘা প্রেমীদের মধ্যে অত্যন্ত জনপ্রিয় ছিল এই কাণ্ডারী এক্সপ্রেস। কিন্তু করোনা এসে অনেক কিছুই বদলে দেয়। বন্ধ হয়ে যায় কাণ্ডারী এক্সপ্রেসও। নতুন করে ফের এই ট্রেন চালু হওয়ায় পর্যটকেরাও খুশি। রেলের তরফে জানানো হয়েছে, প্রতিদিন দুপুর ২ টো ২৫ নাগাদ হাওড়া থেকে ট্রেনটি ছাড়বে। দীঘা পৌঁছাবে বিকেল ৫ টা ৫০ মিনিটে। ফের দীঘা থেকে সন্ধ্যে ৬টা ২৫ মিনিটে ট্রেনটি ছাড়বে। হাওড়ায় এসে পৌঁছবে রাত পৌনে ১০ টা নাগাদ।
উল্লেখ্য, বর্তমানে হাওড়া এবং সংলগ্ন স্টেশন থেকে দীঘার জন্য বেশ কয়েকটি ট্রেন রয়েছে। হাওড়া থেকে সকাল ৬.৪০ মিনিটে রয়েছে তাম্রলিপ্ত এক্সপ্রেস। এছাড়াও সকাল ৯ টা নাগাদ সাঁতরাগাছি থেকে দীঘা যাওয়ার একটি স্পেশাল ট্রেন রয়েছে।
Comments are closed.