রবিবার পর্যন্ত বন্ধ হাওড়া-কলকাতা ফেরি পরিষেবা; দুর্ভোগের আশঙ্কায় নিত্যযাত্রীরা 

হাওড়া থেকে কলকাতা বন্ধ ফেরি পরিষেবা। মঙ্গলবার সকালে এসেই নাকি অনেকে জানতে পারেন আগামী রবিবার পর্যন্ত ফেরি সার্ভিস বন্ধ থাকবে। অনেকেই বাস, ট্রেনের যানজট এড়িয়ে লঞ্চে যাতায়াতে করেন। সেক্ষেত্রে নিত্য যাত্রীদের ভোগান্তির আশঙ্কা রয়েছে।

জানা গিয়েছে, ১৯ ডিসেম্বর থেকে ২৪ ডিসেম্বর পর্যন্ত কলকাতা-হাওড়া ফেরি সার্ভিস বন্ধ থাকবে। কর্তৃপক্ষের তরফে বিজ্ঞপ্তি জারি করে এমনটাই জানানো হয়েছে। যাত্রীদের অভিযোগ, আগে থেকে না জানিয়ে এই নোটিস দেওয়া হয়েছে। যার জেরে তাঁরা সমস্যায় পড়েছেন।

হাওড়া ফেরিঘাট থেকে বাগবাজার, আহিরিটোলা, ফেয়ারলি প্লেস, আর্মেনিয়ান ঘাট ও বাবুঘাটের মধ্য়ে প্রতিদিন অসংখ্য লঞ্চ চলাচল করে। হঠাৎ করে এই পরিষেবা বন্ধ থাকায় ভোগান্তির মুখে অনেকেই পড়েছেন। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, লঞ্চ রক্ষণাবেক্ষণ-এর কারণে পরিষেবা বন্ধ রাখা হয়েছে। অনেক আগেই এই সম্পর্কে খবরের কাগজে জানানো হয়েছিল।

Comments are closed.