গঙ্গার তলা দিয়ে মেট্রো ছুটবে খুব শীঘ্রই, কবে থেকে মিলবে পরিষেবা! কী জানাচ্ছে মেট্রো কর্তৃপক্ষ? 

দেশের মধ্যে প্রথম নদীর তলা দিয়ে মেট্রো পরিষেবা শুরু হতে আর বেশি অপেক্ষা করতে হবে না। খুব শীঘ্রই মিলবে সুখবর। মেট্রোর তরফে জানানো হয়েছে, সব ঠিক থাকলে আগামী বছরের শুরুতেই হাওড়া ময়দান-এসপ্ল্যানেড মেট্রো পরিষেবা শুরু হয়ে যাবে। প্রাথমিকভাবে ওই রুটে ১৫ মিনিট অন্তর মেট্রো মিলবে, পরিষেবা চালু থাকবে সকাল ৭টা থেকে রাত ৯ টা পর্যন্ত। 

মেট্রো সূত্রে খবর, আগামী শুক্রবার কমিশনার অব রেলওয়ে সেফটি বোর্ড ময়দান-এসপ্ল্যানেড রুট পরিদর্শন করবেন।সব ঠিক থাকলে ছাড়পত্র মিলবে শীঘ্রই। আর এই প্রক্রিয়া সম্পূর্ণ হয়ে গেলেই জানুয়ারি মাসের মধ্যেই গঙ্গার পশ্চিমপাড়ে পৌঁছে যাবে মেট্রো। যার জন্য অধীর অগ্ৰহে অপেক্ষা করছে হাওড়াবাসী। অর্থাৎ লোকসভা ভোটের আগেই গঙ্গার নীচে দিয়ে মেট্রোর চাকা গড়াবে। 

মেট্রো সূত্রে খবর, হাওড়া ময়দান স্টেশন এবং হাওড়া স্টেশনের কাজ ইতিমধ্যেই শেষ হয়েছে। বিবাদী বাগ স্টেশনের কাজও চলতি বছরের ডিসেম্বরের মধ্যেই শেষ হবে বলে মেট্রোর তরফে জানানো হয়েছে। পাশাপাশি স্টেশনগুলোর অগ্নি নির্বাপন ব্যবস্থা খতিয়ে দেখারও কাজ চলছে। হাওড়া ময়দান এবং মহাকরণ মেট্রো স্টেশনকে ইতিমধ্যেই দমকল বিভাগ থেকে ‘ফিট’ সার্টিফিকেট দেওয়া হয়েছে। সব মিলিয়ে জোর কদমে চলছে শেষ মুহূর্তের কাজ। মেট্রো কর্তৃপক্ষের আশা আগামী বছর জানুয়ারি মাসের মধ্যেই পরিষেবা শুরু হয়ে যাবে। 

Comments are closed.