শুরু হয়ে গেল পূর্ণাঙ্গ ট্রায়াল, হাওড়া ময়দান থেকে গঙ্গা পেরিয়ে মেট্রো এলো এসপ্লানেডে 

দিন কয়েক আগেই গঙ্গার তলা দিয়ে হাওড়া ময়দান পৌঁছে ছিল মেট্রোর দুটি রেক। কলকাতা মেট্রোর জন্য ছিল এক ঐতিহাসিক দিন। তবে সে সময়ে মেট্রো কর্তৃপক্ষের তরফে স্পষ্ট জানানো হয়েছিল, এটি ট্রায়াল রান নয়। ট্রায়াল রানের প্রস্তুতি পর্ব। তবে বৃহস্পতিবার থেকে হাওড়া ময়দান এসপ্ল্যানেড পূর্ণাঙ্গ ট্রায়াল শুরু হয়ে গেল। 

এদিন হাওড়া ময়দান থেকে এসপ্ল্যানেড পর্যন্ত পূর্ণাঙ্গ গতিতে মেট্রো আসে। জানা গিয়েছে, গঙ্গার তলা দিয়ে ৫২০ মিটার টানেল পের করতে সময় লেগেছে মাত্র ৪৬ সেকেন্ড। হাওড়া ময়দান, হাওড়া স্টেশন, মহাকরণ হয়ে এদিন এসপ্ল্যানেড এসে পৌঁছায় মেট্রো। মোট পথের দুরুত্ব ৪.৮ কিমি। 

মেট্রোর তরফে জানানো হয়েছে আগামী ৭ মাস এই ট্রায়াল রান চলবে। এদিন ট্রেনের গতি, বাঁক, এমার্জেন্সি ব্রেক সব পরীক্ষা করে দেখা হয়। মেট্রোর দাবি, সব ঠিক থাকলে চলতি বছর ডিসেম্বর মাসেই যাত্রী নিয়ে গঙ্গা পেরোবে মেট্রো। 

Comments are closed.