হাওড়া-ধর্মতলা রুটে মেট্রো পরিষেবা নিয়ে বড় খবর, ট্রায়াল রান শুরু হতে চলেছে এপ্রিলেই 

ইস্ট-ওয়েস্ট মেট্রোর হাওড়া-ধর্মতলা রুট নিয়ে বড়খবর দিল মেট্রো রেল কর্তৃপক্ষ। জানা গিয়েছে, হাওড়া ময়দান থেকে এসপ্ল্যানেড রুটের কাজ প্রায় শেষের মুখে। সবকটি স্টেশনই প্রস্তুত। মহাকরণ স্টেশনের কাজ সামান্য বাকি রয়েছে। সেটি হয়ে গেলেই হাওড়া ময়দান থেকে এসপ্ল্যানেড রুটে মেট্রোর ট্রায়াল রান শুরু হয়ে যাবে। 

মেট্রো কর্তৃপক্ষ জানাচ্ছে, সব ঠিক থাকলে চলতি বছরের এপ্রিল মাসেই এই রুটে ট্রায়াল রান শুরু হবে। দেশের মধ্যে প্রথম কলকাতাতেই গঙ্গার নীচে দিয়ে মেট্রো ছুটবে। যা নিয়ে কলকাতা এবং হাওড়াবাসীর বাড়তি আগ্রহ রয়েছেই। ট্রায়াল রান শেষ হলে, অপেক্ষা চূড়ান্ত অনুমোদনের। তারপরেই বহু প্রতীক্ষিত এই রুটের যাত্রী পরিষেবা শুরু হয়ে যাবে। 

হাওড়া ময়দান থেকে এসপ্ল্যানেড পর্যন্ত রয়েছে ৪.৮০ কিমি পথ। এই রুটেই ট্রায়াল রান শুরুর পরিকল্পনা নিয়েছে মেট্রো। এদিকে হাওড়া ময়দান থেকে সল্টলেক সেক্টর ফাইভের এই লম্বা রুটের মধ্যে শিয়ালদহ থেকে সেক্টর ফাইভ পর্যন্ত ইতিমধ্যেই মেট্রো চলছে। বাদবাকি হাওড়া ময়দানের সঙ্গে শিয়ালদহ জুড়ে গেলেই রুটের কাজ সম্পূর্ণ হবে। কিন্তু তার জন্য শিয়ালদহ থেকে ধর্মতলা পর্যন্ত রুটের কাজ শেষ করতে হবে। এই রুটে বৌবাজার অঞ্চলের কাজ নিয়ে এখনও কিছু জটিলতা রয়েছে। মেট্রো কর্তৃপক্ষের দাবি, দ্রুতই তারা এই কাজ শেষ করতে পারবে। 

Comments are closed.