হাওড়া-পাটনা বন্দে ভারতে থাকছে একাধিক জিভে জল আনা পদ, দেখে নিন মেনু

সদ্য চালু হয়েছে হাওড়া-পাটনা বন্দে ভারত এক্সপ্রেস। গত সপ্তাহে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভার্চুয়ালি ট্রেনটির উদ্বোধন করেন। নতুন এই বন্দে ভারতে বেশ কিছু আধুনিক সুযোগ সুবিধা যোগ করা হয়েছে। যাত্রী স্বাচ্ছন্দ্য বিশেষভাবে নজর রাখা হয়েছে। সেই সঙ্গে যাত্রীদের জন্য থাকছে একাধিক লোভনীয় পদ। যার দাম টিকিটের সঙ্গেই ধরা থাকছে।

রেলের তরফে জানানো হয়েছে, পাটনা থেকে হাওড়া যাওয়ার পথে ট্রেনে উঠেই যাত্রীরা কমপ্লেমেন্টারি জলের বোতল এবং চা বা কফি পাবেন। এরপর ব্রেকফাস্টে থাকছে, পনির কাটলেট অথবা মশলা অমলেট, বয়েলড ভেজিটেবল, ফিঙ্গার চিপস, ছাতুর পরোটা, ফ্রুট কেক, ব্রাউনি। সেই সঙ্গে আরও একপ্রস্থ চা বা কফি।

দুপুরের মেনুও বেশ আকর্ষণীয়। থাকছে, প্লেন রাইস অথবা জিরা রইস, পনির বাটার মশালা, মিক্সড ডাল ফ্রাই, পনির দো পেঁয়াজা বা চিকেন দো পেঁয়াজা, রোস্ট চিকেন উইথ গ্রেভি, দই এবং মিষ্টি।

আবার হাওড়া থেকে পাটনা যাওয়ার পথে যাত্রীরা বিকেলের স্ন্যাক্স পাবেন। যেখানে থাকছে, সিঙ্গারা, ক্যারামেল পপকর্ন, চকো পাই। সঙ্গে থাকবে চা বা কফি।

আবার রাতের খাওয়ারের তালিকায় থাকছে, পিস পোলাও, রোস্টেড রোজমেরি পটেটো, পনির দো পেঁয়াজ, ডাল তরকা, চিকেন বাটার মশলা, সঙ্গে থাকবে দই এবং মিষ্টি।

Comments are closed.