৬ ঘন্টায় পুরী! নতুন বন্দে ভারতের যাত্রা শুরু বৃহস্পতিতে, বুধবার থেকে টিকিট

প্রতীক্ষার অবসান। হাওড়া-পুরী বন্দে ভারত এক্সপ্রেস যাত্রা শুরু করছে বৃহস্পতিবার থেকে। রেল সূত্রে এমনটাই খবর। শনিবার থেকে নিয়মিত চলবে হাওড়া-পুরী বন্দে ভারত এক্সপ্রেস। 

আগেই জানা গিয়েছিল হাওড়া থেকে সকাল ৬টা ১০ মিনিটে ২২৮৯৫ বন্দে ভারত এক্সপ্রেসটি ছাড়বে। পুরী পৌঁছবে দুপুর ১২টা ৩৫ মিনিটে। এরপর পুরী থেকে ট্রেনটি ছাড়বে দুপুর ১টা ৫০ মিনিটে। যা হাওড়া এসে পৌঁছবে রাত ৮টা ৩০ মিনিটে।

জানা গিয়েছে, পুরী যাওয়ার পথে বন্দে ভারত এক্সপ্রেস খড়্গপুর, বালেশ্বর, ভদ্রক, জাজপুর, কেওনঝড়, কটক, ভুবনেশ্বর, খুরদা রোড দাঁড়াবে। 

উল্লেখ্য, কয়েক মাস হয়ে গেল হাওড়া নিউ জলপাইগুড়ি বন্দে ভারত এক্সপ্রেস পথ চলা শুরু করেছে। এর মধ্যেই বাঙালির অন্যতম প্রিয় পর্যটনস্থল পুরীর জন্যও শুরু হচ্ছে সেমি হাইস্পীড এই এক্সপ্রেস। হাওড়া-পুরী বন্দে ভারত এক্সপ্রসের খবর প্রকাশ্যে আসার পরই এর জন্য মুখিয়ে রয়েছে পর্যটনপ্রেমী বাঙালি। প্রথমে জানা গিয়েছিল, হাওড়া এনজিপির মতো হাওড়া পুরী বন্দে ভারত এক্সপ্রেসের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তবে এখনও পর্যন্ত সে সংক্রান্ত কোনও নিশ্চিয়তা মেলেনি। 

Comments are closed.