সকালের জলখাবার থেকে দুপুরের লাঞ্চ, হাওড়া পুরী বন্দে ভারত এক্সপ্রেসের মেনুতে কী কী থাকছে জানেন

পথ চলা শুরু করেছে হাওড়া পুরী বন্দে ভারত এক্সপ্রেস। ভাড়া কত, ট্রেন কখন ছাড়বে, কবে কবে চলবে সে সব তথ্য রেলের তরফে আগেই দেওয়া হয়েছে। তবে ট্রেন যাত্রা মানেই তার সঙ্গে অবধারিতভাবে জুড়ে যায় পেট পুজো। খিদে নিবারণতো বটেই তার সঙ্গে অনেকেই ট্রেন জার্নিতে হরেক রকম খাওয়ায় খেতে মুখিয়ে থাকেন। নতুন চালু হওয়া হাওড়া পুরী বন্দে ভারত এক্সপ্রেসের মেনু নিয়েও যাত্রীদের মধ্যে কৌতূহল রয়েছে। সেমি হাইস্পিড ট্রেনটিতে মেনুতে কী কী দিচ্ছে রেল? 

জানা গিয়েছে, হাওড়া পুরী বন্দে ভারতের সকালের ব্রেকফাস্ট থেকে দুপুরের লাঞ্চ দু বারেই রকমারি পদের বন্দোবস্ত করেছে রেল। যাত্রীরা ট্রেনে উঠলেই তাঁদের দেওয়া হচ্ছে, রেল নীরের একটি এক লিটারের পানীয় জলের বোতল। সেই সঙ্গে দেওয়া হবে একটি ২০০ মিলিলিটারের জুসের প্যাকেট। এরপর সকালের জল খাবারের মেনুতে থাকছে, একটি ভেজ স্যান্ডউইচ, একটি সিঙ্গারা এবং একটি নিমিকির প্যাকেট। সেই সাথে একটি টমেটো কেচাপের পাউচ্। এবং অবশ্যই সঙ্গে এক কাপ গরম চা। এরপর ট্রেন চলতে চলতে চলে আসবে দুপুরের লাঞ্চ। তাতে থাকছে বাসমতি চালের ভাত, দু’পিস মেথি পরোটা, ডাল, সব্জি, পনিরের একটি তরকারি এবং অবশ্যই শেষ পাতে মিষ্টি। থাকবে দই এবং মিষ্টির মধ্যে দুটি করে কালোজাম। 

 

Comments are closed.