হাওড়া শিয়ালদহ ডিভিশনে বাতিল ৬৫ টি লোকাল ট্রেন; ভোগান্তির মুখে নিত্যযাত্রীরা 

শনিবার হাওড়া শিয়ালদহ ডিভিশনে বাতিল একগুচ্ছ লোকাল ট্রেন। রেলের তরফে জানানো হয়েছে, হাওড়া-শিয়ালদহ ডিভিশনে ৬৫টি লোকাল ট্রেন বাতিল থাকবে। যার মধ্যে শিয়ালদহ ডিভিশনে বাতিল থাকবে ৪৩টি লোকাল ট্রেন এবং হাওড়া ডিভিশনে বাতিল থাকবে ২২টি লোকাল ট্রেন। 

পূর্ব রেলের তরফে জানানো হয়েছে, দমদম জংশন স্টেশনে ট্র্যাক মেরামতের কাজ হবে। যার জেরে আট ঘণ্টা লাইনে বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। ফলে ট্রেন চলাচল বন্ধ থাকবে। একই সঙ্গে হাওড়া ডিভিশনের বর্ধমান স্টেশনেও ট্র্যাক মেরামতির কাজ হবে। তাই ট্রেন চলাচল বন্ধ থাকবে। 

শিয়ালদহ ডিভিশনে শিয়ালদহ মেইন, শিয়ালদহ সাউথ, শিয়ালদহ বনগাঁ এবং শিয়ালদহ হাসনাবাদ শাখায় বাতিল থাকবে ৪৩ টি লোকাল ট্রেন। এদিকে হাওড়া ডিভিশন হাওড়া-বর্ধমান মেইন এবং কড লাইনে ২২টি লোকাল ট্রেন বাতিল থাকবে। 

Comments are closed.