উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে শীঘ্রই মিলবে সুপার স্পেশ্যালিটি পরিষেবা, শনিবার উচ্চপর্যায়ের বৈঠক

অবশেষে উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে সুপার স্পেশ্যালিটি ব্লক চালু হয়েছে। কয়েকদিন আগে সুপার স্পেশ্যালিটি ব্লকের ভার্চুয়াল উদ্বোধন করেছিলেন রাজ্যের স্বাস্থ্য প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। মঙ্গলবার উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ হাসপাতালে স্বাস্থ্য অধিকারিককে নিয়ে বৈঠক করেন শিলিগুড়ির মেয়র গৌতম দেব।

আগামী শনিবার সুপার স্পেশ্যালিটি হাসপাতালের পরিষেবা চালু করতে একটি উচ্চপর্যায়ের বৈঠক হবে। সেই বৈঠকে উপস্থিত থাকবেন জেলাশাসক, জেলার মুখ্য আধিকারিক সহ আরও অনেক। জানা গিয়েছে এখনও বেশকিছু কাজ বাকি আছে। তাই পুরোপুরিভাবে সুপার স্পেশালিটি ব্লক চালু করা সম্ভব হয়নি। কিন্তু খুব শীঘ্র তা চালু হবে। সুপার স্পেশ্যালিটি হাসপাতালের পরিষেবা যেন খুব শীঘ্র মানুষ পায়, সেই জন্য বিশেষ গুরুত্ব দিচ্ছে রাজ্যের স্বাস্থ্যদফতর।

উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতাল ৫৫তম বর্ষে পা রেখেছে। সেই উপলক্ষ্যে ২৪টি শয্যাবিশিষ্ট হাইব্রিড সিসিইউ ও সুপার স্পেশ্যালিটি হাসপাতালের ওপিডি বিভাগের উদ্বোধন হয়েছে। উল্লেখ্য, মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির উদ্যোগে এক ন্যাশনাল ইনস্টিটিউট অফ কলেরা ও আন্ত্রিক ডিসিস (NICED) খুলতে চলেছে শিলিগুড়িতে। ২০১১ সালে ক্ষমতায় আসার পরই কেন্দ্রের কাছে উত্তরবঙ্গে নাইসেড (National Institute of Cholera and Enteric Diseases) তৈরির প্রস্তাব দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। যা উত্তরবঙ্গে প্রথম নাইসেড।

Comments are closed.