রাজ্যজুড়ে বাম ভোটে অভূতপূর্ব ধস, বিজেপির বিশাল বৃদ্ধি, ভোট ধরে রাখছে তৃণমূল

রাজ্যজুড়ে বামেদের ভোটে সর্বকালীন ধস। গণনা শুরুর ৪ ঘণ্টা পর যা প্রবণতা দেখা যাচ্ছে তাতে একটা জিনিস স্পষ্ট, বাংলায় সিপিএম সহ বামপন্থীদের ভোট কমছে হু হু করে। বিরাট বৃদ্ধি বিজেপির ভোট শতাংশে। এখনও পর্যন্ত যা প্রবণতা তাতে দেখা যাচ্ছে, তৃণমূল ৪৫ শতাংশ ভোট পাচ্ছে, বিজেপি ৩৯ শতাংশ। অন্যদিকে বামেদের ভোট কমে হয়েছে মাত্র ৭ শতাংশ।

নির্বাচনী প্রচার চলাকালীন মমতা বন্দ্যোপাধ্যায় বারবার অভিযোগ করেছিলেন, বামেদের ভোট বিজেপির ঝুলিতে যাচ্ছে। কিন্তু কোনওদিনই এই অভিযোগ মানতে চায়নি সিপিএম সহ বামফ্রন্ট। কিন্তু ভোটের ফলে দেখা যাচ্ছে, বামেদের ভোট লক্ষ্যণীয়ভাবে কমছে, একই হারে বাড়ছে বিজেপির ভোট শতাংশ। অন্যদিকে এখনও পর্যন্ত যা ট্রেন্ড দেখা যাচ্ছে তাতে, তৃণমূল ধরে রেখেছে নিজের ভোট। কিছু কিছু কেন্দ্রে তৃণমূলের ভোট বাড়ার প্রবণতা দেখা যাচ্ছে। ২০১৬ সালে বামেরা পেয়েছিল ২৯ শতাংশ ভোট। এখনও পর্যন্ত পাওয়া প্রবণতার ভিত্তিতে দেখা যাচ্ছে, রাজ্যে বামেদের প্রায় ২২-২৩ শতাংশ ভোট কমছে। প্রায় সমপরিমাণ ভোট বেড়েছে বিজেপির। রাজ্যের লোকসভা কেন্দ্রগুলোর বেশিরভাগেই বামেরা এখনও অবধি ১০ শতাংশেরও কম ভোট পেয়েছে। গোটা রাজ্যের ৪২ টি আসনের মধ্যে মাত্র ৭ থেকে ৮ টি আসনে বাম প্রার্থীদের প্রাপ্ত ভোট পেরিয়েছে ১০ শতাংশ। বেলা ১২ টায় পাওয়া খবর অনুযায়ী, তৃণমূল ৪৫ শতাংশ ভোট পাচ্ছে, বিজেপি ৩৯ শতাংশ। অন্যদিকে বামেদের ভোট কমে হয়েছে মাত্র ৭ শতাংশ।

Comments are closed.