ভিক্ষা করে হলেও স্ত্রীকে খোরপোশ দিতে হবে স্বামীর, নির্দেশ হাইকোর্টের

স্ত্রীকে দেখভাল করার দায়িত্ব স্বামীর। ভিক্ষা করে হলেও স্ত্রীকে খোরপোশ দিতে হবে স্বামীকে। এমনই নির্দেশ পাঞ্জাব ও হরিয়ানা হাইকোর্টের। জানা গিয়েছে, নিম্ন আদালতে বিবাহ বিচ্ছেদের মামলা করেছিলেন এক তরুণী। একইসঙ্গে তিনি স্বামীর কাছে খোরপোশের দাবি করেছিলেন। মাসে ১৫ হাজার টাকা করে খোরপোশ চেয়েছিলেন তিনি।

এই মামলায় আদালত ওই তরুণীর স্বামীকে প্রতি মাসে ৫ হাজার টাকা খোরপোশের নির্দেশ দেন। পাশাপাশি মামলা চালানোর জন্য স্ত্রীকে ৫,৫০০ টাকা দেওয়ার নির্দেশ দেয় আদালত। এই রায়ের বিরুদ্ধে পাঞ্জাব ও হরিয়ানা হাইকোর্টে আবেদন করেন ওই যুবক। ওই যুবকের আবেদন খারিজ করে দেয় হাইকোর্ট। হাইকোর্ট জানায় শারীরিকভাবে সুস্থ ওই যুবক প্রতি মাসে এই পরিমাণ টাকা দিতেই পারবেন স্ত্রীকে।

আদালত জানিয়ে দেয়,  স্ত্রীর দেখভাল করা স্বামীর নৈতিক এবং আইনি কর্তব্য। আর ওই তরুণীর উপার্জন করেননা কিছু। প্রচুর সম্পত্তির মালিকও নন তিনি। তাই স্বামীকেই খোরপোশ দিতে হবে বলে রায় দেয় আদালত।

Comments are closed.