সুখবর! লাগেজ না থাকলে বিমান যাত্রীদের ভাড়ায় ছাড়

সঙ্গে লাগেজ না থাকলে আপনি পেতে পারেন উড়ানের ভাড়ায় ছাড়। অর্থাৎ যাত্রীর চেক-ইন লাগেজ না থাকলে উড়ানের ভাড়ায় ছাড় মিলবে। শুক্রবার এমনটাই জানিয়েছে ডিরেক্টরেট অফ সিভিল এভিয়েশন (ডিজিসিএ)। একটি নির্দশিকা জারি করে একথা জানানো হয়েছে। কিন্তু ভাড়ায় কতটা ছাড় পাওয়া যাবে, তা ঠিক করবে বিমান সংস্থা। জানিয়েছে ডিজিসিএ।

এর আগে টিকিট ভাড়ার সঙ্গে লাগেজের ভাড়াও গুনতে হত যাত্রীদের। কেবিন ব্যাগেজে ৭ কেজি ও চেক-ইন লাগেজে ১৫ কেজি ওজনের লাগেজ নিয়ে যাওয়ার অনুমতি ছিল। এবার এই নিয়ম বাতিল হতে চলেছে।

ডিরেক্টরেট অফ সিভিল এভিয়েশন (ডিজিসিএ)-এর নয়া নির্দেশিকা অনুযায়ী, যেসব যাত্রীদের চেক-ইন লাগেজ থাকবে না , তাঁরা উড়ানের ভাড়ায় ছাড় পাবেন। যাত্রীদের ব্যাগেজের ওজন টিকিট বুকিং-এর সময় জানালে এই ছাড় পাবেন।

[আরও পড়ুন- ক্ষমতায় এসে এক দফায় ভোট করাব বাংলায়, বালুরঘাট থেকে বললেন দিলীপ ঘোষ]

জানা গিয়েছে, উড়ান সফরের সময় কয়েকটি পরিষেবা পান যাত্রীরা। এর জন্য টিকিটের সঙ্গে ভাড়া যুক্ত থাকে। সেই ক্ষেত্রেও ছাড় মিলবে।
যাত্রীদের কাছে ভাড়া সংক্রান্ত অভিযোগ পেয়েই এই সিদ্ধান্ত নিয়েছে ডিরেক্টরেট অফ সিভিল এভিয়েশন (ডিজিসিএ) বলেই সূত্রের খবর।

ডিজিসিএ জানিয়েছে, এমন অনেক পরিষেবা থাকে যা সফরের সময় যাত্রীদের প্রয়োজন হয়না। কিন্তু টিকিটে সেই ভাড়া যুক্ত থাকে।

ডিজিসিএ-এর এই সিদ্ধান্তের ফলে যাঁরা একা উড়ানে কম লাগেজ নিয়ে যাতায়াত করেন, তাঁদের বড় প্রাপ্তি।

 

Comments are closed.