গোয়ায় ভোটে লড়ছেন না, প্রচারে মন দিতে চান; প্রার্থী পদ প্রত্যাহার করে জানালেন ফালেইরো 

আসন্ন গোয়া বিধানসভা নির্বাচনে লড়ছেন না লুইজিনহো ফালেইরো। গোয়ার ফাতোরদা কেন্দ্র থেকে তাঁকে প্রার্থী করেছিল তৃণমূল। শুক্রবার নিজের প্রার্থী পদ ছাড়ার সিদ্ধান্ত ঘোষণা করে জানান, নতুন প্রজন্মকে সুযোগ করে দিতে চান তিনি। 

গোয়ার প্রাক্তন মুখ্যমন্ত্রী লুইজিনহো ফালেইরো বর্তমানে তৃণমূলের সর্ব ভারতীয় সহ সভাপতি। এদিন বিবৃতি দিয়ে তিনি আরও জানান, প্রার্থীপদ প্রত্যাহার করছি। মহিলাদের ক্ষমতায়নের যে অঙ্গীকার তৃণমূল নিয়েছে, সেই পথে হেঁটে তরুণ মহিলা প্রার্থীর হাতে এই দায়িত্ব তুলে দিতে চাই। পাশপাশি তিনি বলেন, শেষবার কংগ্রেসের টিকিটে ভোটে লড়ে তিনি মহিলাদের জন্য যা করতে পারেননি, সেই অসমাপ্ত কাজগুলি এবারে নতুন উদ্যমে করতে চান। 

ইতিমধ্যেই ফালেইরোর ছেড়ে যাওয়া আসনে প্রার্থীর নাম ঘোষণা করেছে তৃণমূল। জানা গিয়েছে ওই কেন্দ্র থেকে ভোটে লড়বেন সিওলা অভিলিয়া ভাস। অন্যদিকে, গোয়া নির্বাচনে নিঃসন্দেহে বড় নাম ছিলেন ফালেইরো। তাঁর এভাবে সরে আসায় বিরোধীরা তৃণমূলকে কটাক্ষ করেছে। 

Comments are closed.