পুজোয় ভিড় এড়াতে তৎপর মেট্রো, প্রয়োজনে মূল গেট বন্ধ হতে পারে

পুজোর সময় মেট্রোর ভিড় সামাল দিতে তৎপর মেট্রো রেল। মেট্রো সূত্রের খবর, ভিড় সামাল দিতে প্রয়োজনে মেন গেটে শাটার ফেলে দেবে মেট্রো। জানা গিয়েছে, কালীঘাট, যতীন দাস পার্ক, দমদম, শোভাবাজার সহ আরও কিছু মেট্রো স্টেশনে পুজোর সময় ভিড় অতিরিক্ত হতে পারে। সেইক্ষেত্রে মেন গেটের শাটার ফেলে দেওয়া হবে।

জানা গিয়েছে, মেট্রো রেল আশঙ্কা করছে বেশ কিছু স্টেশনে বেশি ভিড় হতে পারে। তাই সেই ক্ষেত্রে মেন গেট কিছুক্ষণের জন্য বন্ধ করে দেওয়া হবে। স্টেশনের ভিতরে খালি হলে ফের খুলে দেওয়া হবে মেন গেট। পুজোর বাজার করতেই প্রচুর মানুষ ভিড় জমাচ্ছে মেট্রো স্টেশনে। শুধুমাত্র শপিং এর জন্য কয়েকলক্ষ যাত্রী বেড়েছে মেট্রোর। মনে করা হচ্ছে দু একদিনের মধ্যে ভিড় আরও বাড়বে। তাই এই সিদ্ধান্ত নিতে চলেছে মেট্রো রেল।

পুজোর আমেজ কলকাতার চারিদিকে। ইতিমধ্যে একাধিক পুজোর উদ্বোধন হয়ে গিয়েছে। তৃতীয়ার দিন থেকেই কলকাতার রাস্তায় উপচে পড়েছে ভিড়। যানজট সামাল দিতে তৈরি পুলিশ। ভিড় এড়ানোর জন্য অন্যতম উপায় মেট্রো। খুব অল্প সময়ে মেট্রো স্টেশনগুলিতে নেমে দেখে নেওয়া যায় বিখ্যাত পুজো মণ্ডপগুলি। তাই মেট্রোতে সাধারণ মানুষ যাতে ঠিকভাবে ভ্রমণ করতে পারে, তাই এই নয়া ব্যবস্থা নিয়েছে মেট্রো।

Comments are closed.