ভোটে কেন্দ্রীয় বাহিনী চেয়ে সুপ্রিম কোর্টে ধাক্কা রাজ্য বিজেপির

পুরভোটে কেন্দ্রীয় বাহিনী চেয়ে সুপ্রিম কোর্টেও  ধাক্কা খেল বিজেপি। বৃহস্পতিবার ১০৮ পুরসভার ভোটে কেন্দ্রীয় বাহিনী চেয়ে সুপ্রিম কোর্টে গিয়েছিল রাজ্য বিজেপি। শুক্রবার মামলার শুনানি হওয়ার কথা ছিল। কিন্তু সেই মামলা খারিজ করে দিয়েছে দেশের শীর্ষ আদালত।

কলকাতা হাইকোর্ট বুধবার জানিয়ে দেয়
বাকি পুরসভার ভোটে কেন্দ্রীয় বাহিনীর প্রয়োজন কিনা, তা আলোচনা করে লিখিতভাবে জানাবে নির্বাচন কমিশনার। অবাধ ও শান্তিপূর্ণ ভোট করানোর দায়িত্ব নির্বাচন কমিশনের বলে জানিয়ে দিয়েছে হাইকোর্ট। বুধবার সন্ধ্যায় রাজ্য নির্বাচন কমিশনার সৌরভ দাসের সঙ্গে স্বরাষ্ট্রসচিব ভগবতীপ্রসাদ গোপালিকা, রাজ্য পুলিশের ডিজি মনোজ মালব্যের বৈঠকে ঠিক হয়, ভোটের নিরাপত্তায় ৪৪ হাজার পুলিশ মোতায়েন করা হবে। পাশাপাশি ইএফআর, এসটিএফ, কম্যান্ডো ও র‍্যাফ মোতায়েন করা হবে।

এরপর সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয় রাজ্য বিজেপি। বিজেপির তরফে দাবি করা হয়েছে, কলকাতা, শিলিগুড়ি, চন্দননগর, আসানসোল ও বিধাননগরের ভোটে হাজার হাজার মানুষ ভোটই দিতে পারেনি। সব হয়েছে কলকাতা ও রাজ্য পুলিশের সামনেই। ভোটে তাঁদের ভূমিকা ছিল নীরব দর্শকের। এই অবস্থায় যদি ১০৮ পুরসভায় ভোট তাহলে গণতন্ত্রের হত্যা করা হবে। কিন্তু সুপ্রিম কোর্ট সেই আবেদন খারিজ করে দিয়েছে।

Comments are closed.