বিনামূল্যে ১০০ কোটি টিকা দিয়ে ইতিহাস গড়েছে ভারত, জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়ে বললেন প্রধানমন্ত্রী

ইতিমধ্যেই বিনামূল্যে ১০০ কোটি টিকা দিয়ে নজির তৈরি করেছে ভারত। শুক্রবার জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়ে এমনই জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শুক্রবার সকাল ১০ টায় জাতির উদ্দেশ্য ভাষণ দেন মোদী। সেখানে তিনি আরও বলেন, করোনাকালে সবরকম দায়িত্ব পালন করেছে দেশ। এইজন্য সাহায্য করেছেন দেশবাসীরা। আর এরফলে নতুন ইতিহাস রচনা করেছে ভারত।

এদিন মোদী বলেন, বিশ্বের অন্য সব দেশের থেকে টিকাকরণে ভারত এখন অনেকটা এগিয়ে রয়েছে। আর সবথেকে বড় কথা হল আগে আমরা অন্য দেশ থেকে টিকা আমদানি করতে হত, কিন্তু এখন আমরা অন্য দেশে টিকা সরবরাহ করি। বিনামূল্যে সবাইকে টিকা দিতে পেরে গর্বিত ভারত। এবার গোটা বিশ্ব ভারতকে টিকাকরণে অনেকটা এগিয়ে রাখবে। সম্পূর্ণ বৈজ্ঞানিক পদ্ধতির উপর নির্ভর করেই দেশে টিকাকরণ হয়েছে বলে জানান মোদী। এদিন মোদীর মুখে উঠে আসে করোনাকালে থালা বাটি বাজানোর প্রসঙ্গ। তিনি বলেন, অনেকে বলেছিলেন থালা বাজিয়ে প্রদীপ জ্বালিয়ে কি করোনা দূর করা সম্ভব নয়। আসলে সেটি ছিল দেশের একতার পরিচয়। তবে টিকাকরণ হয়েছে সম্পূর্ণ বৈজ্ঞানিক পদ্ধতিতে।

দীপাবলির প্রসঙ্গ টেনে মোদী বলেন, গত বছর দীপাবলিতে যে ভয়ের পরিবেশ ছিল, এইবছর তা অনেকটাই কেটে গিয়েছে। কিন্তু তাই বলে মাস্ক না পড়া চলবে না। আমরা বাইরে বেরোলে যেমন জুতো পরি, তেমনই মাস্ক পড়ে বেরোতে হবে।

Comments are closed.