সেনাবাহিনীতে চাকরির কথা ভাবছেন? নিয়োগ প্রক্রিয়ায় এই বড়সড় পরিবর্তন সম্পর্কে জেনে নিন 

ভারতীয় সেনাবাহিনীতে চাকরির নিয়োগ প্রক্রিয়ায় বড়সড় বদল আনল কেন্দ্র। আগে সেনাবাহিনীতে নিয়োগের জন্য চাকরিপ্রার্থীদের মেডিক্যাল টেস্ট হতো। এরপর সেখানে উত্তীর্ণ হলে ফিজিক্যল টেস্ট এবং তার পরের ধাপে লিখিত পরীক্ষা বা রিটেন টেস্ট। তবে এবার থেকে প্রক্রিয়াটির সম্পূর্ণ বদল এনেছে স্বরাষ্ট্রমন্ত্রক।

জানা গিয়েছে, নতুন নিয়ম অনুযায়ী, আগে চাকরিপ্রার্থীদের দিতে হবে অনলাইন টেস্ট। কম্পিউটার নির্ভর এই টেস্ট পরীক্ষায় পাশ করলেই তার পরের পদক্ষেপগুলোয় অংশ নিয়ে পারবেন চাকরিপ্রার্থীরা। তবে এই অনলাইন টেস্টে অংশগ্রহণের আগেও ইচ্ছুক প্রার্থীদের অনলাইনে রেজিস্ট্রেশন করতে হবে। এই রেজিস্ট্রেশন প্রক্রিয়াটি শুরু হয়েছে ১৬ ফেব্রুয়ারি থেকে। চলবে আগামী ১৫ মার্চ পর্যন্ত।

সেনাবাহিনীর তরফে জানানো হয়েছে, রেজিস্ট্রেশনের জন্য প্রার্থীদের ২৫০ টাকা করে রেজিস্ট্রেশন ফি দিতে হবে। সারা দেশজুড়ে অনলাইন পরীক্ষাটি অনুষ্ঠিত হবে ১৭ এপ্রিল। ভারতীয় সেনাবাহিনীর ওয়েবসাইটে গিয়ে বিস্তারিত তথ্য পাবেন চাকরিপ্রার্থীরা।

নিয়োগ প্রক্রিয়ায় এই পরিবর্তন সম্পর্কে সেনাবাহিনীর যুক্তি, আগে মেডিক্যাল টেস্ট, ফিজিক্যল টেস্টের পর লিখিত পরীক্ষা হত। কিন্তু নতুন এই প্রক্রিয়ার ফলে অনলাইন টেস্টের মাধ্যমেই এক প্রস্থ বাছাই পর্ব হয়ে যাবে। যার ফলে বাকি ধাপগুলোতে পরীক্ষার্থীর সংখ্যা অনেকটাই কমবে। তেমনই চাকরি প্রার্থীদের মধ্যে তথ্য প্রযুক্তি নির্ভরতা বাড়বে অনেকটা। সেনাবাহিনীর অগ্নিবীর প্রকল্পের জন্যই এই পরিবর্তন বলে জানান হয়েছে।

Comments are closed.