১২ পাশ করলেই নৌবাহিনীতে চাকরির সুযোগ, জানুন বিস্তারিত 

অগ্নিবীর প্রকল্পের আওতায় ভারতীয় নৌবাহিনীতে একাধিক পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করল নৌসেনা। দ্বাদশ শ্রেণী পাশ করা থাকলেই চাকরিপ্রার্থীরা আবেদন করতে পারবেন। আবেদনের ব্যাপারে বিস্তারিত জানানো হয়েছে joinindiannavy.gov.in ওয়েবসাইটে। উল্লেখিত ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে পারবেন প্রার্থীরা। আবেদন প্রক্রিয়া শুরু হবে, ১৫ জুলাই থেকে। ২২ জুলাই পর্যন্ত আবেদন করতে পারবেন তাঁরা। সিনিয়র সেকেন্ডারি রিক্রুটমেন্ট (SSR)-এর অধীনে এই নিয়োগ প্রক্রিয়া হবে বলে বিজ্ঞপ্ততে জানানো হয়েছে। 

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, মোট ২৮০০ শূন্য পদ রয়েছে। তবে শুধু অবিবাহিতরাই অগ্নিবীর পদের জন্য আবেদন করতে পারবেন। পদগুলিতে আবেদনের জন্য প্রার্থীদের কোনও স্বীকৃত বোর্ড থেকে বিজ্ঞান বিভাগে উচ্চমাধ্যমিক পাশ করতে হবে।  আবেদনের জন্য প্রার্থীদের জন্ম ১ নভেম্বর ১৯৯৯ থেকে ৩০ এপ্রিল ২০০৫-এর মধ্যে হতে হবে। 

অগ্নিবীর প্রকল্প অনুযায়ী যেমনটা জানানো হয়েছিল, উল্লেখিত পদগুলিতে চাকরিপ্রার্থীরা নিয়োগ পেলে প্রাথমিকভাবে তাঁদের বেতন হবে প্রতি মাসে ৩০ হাজার টাকা। পরে তা সর্বোচ্চ ৪০ হাজার টাকা পর্যন্ত হতে পারে। উচ্চমাধ্যমিকে প্রাপ্ত নাম্বারের ভিত্তিতে প্রথমে আবেদনকারীদের নাম বাছাই করা হবে।  এরপর লিখিত এবং শারীরিক পরীক্ষার মাধ্যমে অগ্নিবীরদের নিয়োগ করা হবে।    

Comments are closed.