ইউক্রেনে বিস্ফোরণে কেঁপে উঠলেন ভারতীয় ছাত্ররা, উদ্ধারে গিয়েও মাঝপথ থেকে ফিরে এলে ভারতীয় বিমান

বৃহস্পতিবার ভোরে পুতিন ইউক্রেনে সামরিক অভিযান ঘোষণার পরেই হামলার খবর পাওয়া গিয়েছে। ঘটেছে বিস্ফোরণও। আর বিস্ফোরণের শব্দে আতঙ্কের মধ্যে রয়েছেন ইউক্রেনে থাকা ভারতীয় ছাত্ররা।

এক পড়ুয়ার কথায়, ঘুমাচ্ছিলাম। এক বন্ধু বলল সে নাকি বিস্ফোরণের শব্দ শুনতে পেরেছে। পরে আমিও ওই শব্দ শুনতে পাই। পরে জানতে পারি ইউক্রেনের একাধিক শহরে মিসাইল স্ট্রাইক করেছে রাশিয়া।

এই মুহূর্তে ইউক্রেনে আটকে রয়েছেন অনেক ভারতীয় পড়ুয়া। ইউক্রেনে জরুরি অবস্থা জারি হওয়ায় বিমান চলাচল আপাতত বন্ধ। ইউক্রেনে আটকে থাকা ভারতীয় পড়ুয়াদের ফেরত আনতে এয়ার ইন্ডিয়ার AI 1947 বিমান যাত্রা শুরু করে। কিন্তু, এই বিমানটিকে ল্যান্ড করতে দেওয়া হয়নি। মাঝপথ থেকেই ফিরে আসতে বিমানটিকে।

Comments are closed.