বধিরদের অলিম্পিকসে সোনা ভারতের, ‘সোনার মেয়ে’ শ্রেয়া সিংলা

বধিরদের অলিম্পিকসে সোনা পেলেন ভারতের শ্রেয়া সিংলা। ব্যাডমিন্টনে সোনার পদক জিতে নিলেন পাঞ্জাবের এই মেয়ে। ফাইনালে জাপানকে হারিয়ে টিম ইভেন্টে সোনা জেতে ভারত। সোনা আনার অন্যতম ভগীরথ শ্রেয়া। ব্রাজিলে আয়োজিত বধিরদের অলিম্পিকসে এখনও পর্যন্ত ভারত জিতেছে ১৭টি মেডেল। এরমধ্যে ৮ টি সোনা, ১ টি রূপো এবং ৮ টি ব্রোঞ্জ জিতেছে ভারত।

রবিবার থমাস কাপে ব্যাডমিন্টনে ঐতিহাসিক জয় পেয়েছে ভারত। সোনা জিতে নিয়েছে ভারতীয় পুরুষ ব্যাডমিন্টন দল। এরপর সোমবার জানা গেল ডেফলিম্পিকিসে সোনা ভারতের। এই জয়ের পর শ্রেয়া জানিয়েছেন, এতা আমার প্রথম ডেফলিম্পিকস। অনেক পরিশ্রম করেছি। বাবা, মায়ের সমর্থন না পেলে এই জয় আসত না। আসন্ন এশিয়ান গেমসেও পদক জেতার স্বপ্ন রয়েছে শ্রেয়ার।

শ্রেয়ার মা-বাবা শ্রেয়ার চার বছর বয়সে জানা যায় ও মূক ও বধির। কানে শোনার যন্ত্র ওকে দেওয়া হয়। এরপর কথা বলতে শেখে।

Comments are closed.