বিশ্বকাপের ম্যাচ স্টেডিয়ামে বসে দেখার অনুভূতি দেবে আইনক্স, বাছাই করা ৪০ টি ম্যাচ দেখানো হবে মাল্টিপ্লেক্সে

স্টেডিয়ামে বসে খেলা দেখার অনুভূতি পেতে এবার বিশেষ ব্যবস্থা নিতে চলেছে আইনক্স। বিশ্বকাপের বাছাই করা ৪০ টি ম্যাচ সরাসরি দেখানো হবে আইনক্সে বলে জানা গিয়েছে। দেশের ১৫ টি শহরের ২২ টি মাল্টিপ্লেক্সে কাতার বিশ্বকাপ দেখানো হবে সরাসরি। আইনক্সের তরফ থেকে বিজ্ঞপ্তি দিয়ে একথা জানানো হয়েছে। তবে কোন কোন ম্যাচ দেখানো হবে, কত টাকা টিকিটের দাম ছাড়া অন্য সব তথ্য পরে জানিয়ে দেওয়া হবে আইনক্সের তরফে।

আইনক্সের তরফে জানানো হয়েছে, কাতারে গিয়ে বিশ্বকাপ দেখার সৌভাগ্য অনেকের হয়নি। কিন্তু নিজের শহরে বসে সেই খেলা দেখার অনুভূতি পেতে এই ব্যবস্থা করা হয়েছে। ৯০ মিনিটের পুরো ম্যাচ লাইভ দেখানো হবে মাল্টিপ্লেক্সে। শুধু খেলা দেখা নয়, খেলা দেখতে দেখতে খাওয়ার সুবিধাও থাকছে। এর আগেও মাল্টিপ্লেক্সে বসে টি টোয়েন্টি ও এশিয়াকাপের ম্যাচ দেখার ব্যবস্থা করেছিল আইনক্স। সেখানে ভালো লাভ করেছিল এই সংস্থা। এরপরেই বিশ্বকাপের ম্যাচ দেখানোর সিদ্ধান্ত নেয় আইনক্স।

Comments are closed.