উত্তরবঙ্গ সফর আরও রোমাঞ্চকর, এবার থেকে ভিস্তাডোম এক্সপ্রেসেই সোজা কোচবিহার 

উত্তরবঙ্গে বেড়াতে যাচ্ছেন, তাহলে আপনার জন্য সুখবর। আলিপুরদুয়ার জংশন নয় এবার থেকে নিউ কোচবিহার স্টেশন পর্যন্ত যাবে ভিস্তাডোম টুরিস্ট এক্সপ্রেস। উত্তর-পূর্ব সীমান্ত রেলের তরফে তেমনটাই জানানো হয়েছে। ফলে স্বভাবিকভাবেই এখন থেকে উত্তরবঙ্গ সফর আরও রোমাঞ্চকর হতে চলেছে। 

সম্প্রতি কোচবিহার রাস মেলার উদ্বোধনী অনুষ্ঠানে এসছিলেন উত্তর-পূর্ব সীমান্ত রেলের শীর্ষ কর্তা। ওই অনুষ্ঠান থেকেই ভিস্তাডোম ট্যুরিস্ট এক্সপ্রেসের নতুন রুটের কথা জানান তিনি। জানান, খুব তাড়াতাড়ি নিউ জলপাইগুড়ি স্টেশন থেকে আলিপুর দুয়ার জংশনের বদলে নিউ কোচবিহার পর্যন্ত যাবে ভিস্তাডোম এক্সপ্রেস। 

পুরো যাত্রা পথটাই মনোরম প্রাকৃতিক সৌন্দর্যে পরিপূর্ণ। যে কারণে অনেকেই এই ভিস্তাডোম ট্রেনে চেপে সফরের অভিজ্ঞতা নিতে চান। সারা বছরই টিকিটের চাহিদাও থাকে তুঙ্গে। পর্যটকদের কথা মাথায় রেখেই গত ১ অক্টোবর থেকে সপ্তাহে দু’দিনের পরিবর্তে রোজই পরিষেবা শুরু করেছে। তা সত্ত্বেও ভিস্তাডোমের জন্য অপক্ষার তালিকা লম্বা। তবে যাত্রাপথ আরও বাড়ায় প্রত্যেক পর্যটকই স্বাভাবিক কারণে খুশি। 

Comments are closed.