ট্রেন সফরেই পেয়ে যান পছন্দের হরেকরকম খাওয়ার; IRCTC দিচ্ছে দূর্দান্ত সুযোগ  

ট্রেনের দুলুনি, পাতে মুখরোচক খাওয়ার। এক কথায় স্বর্গীয় সম্বনয়। কিন্তু মন চাইলেও সব সময় ইচ্ছে পূরণ হয়না। দূর পাল্লার ট্রেনে খাওয়ার পাওয়া গেলেও তা নিয়ে যাত্রীদের অভিযোগ বিস্তর। হামেশাই ট্রেনের খাওয়ারের গুনগত মান নিয়ে প্রশ্ন ওঠে। এই পরিস্থিতিতে যাত্রীদের সখ পূরণ করতে অভিনব উদ্যোগ নিল IRCTC। ট্রেনে সফরকালীনই যাত্রীরা রেস্তোরাঁর খাওয়ার পেয়ে যাবেন। কিন্তু কীভাবে? 

সম্প্রতি IRCTC E-Catering পরিষেবা চালু করেছে। এই পরিষেবার মাধ্যমে যাত্রীরা ট্রেনে যেতে যেতেই সংশ্লিষ্ট অ্যাপের মাধ্যমে নিজেদের পছন্দের খাওয়ার অর্ডার করতে পারবেন। যদিও এর জন্য কনফার্ম টিকিট এবং পিএনআর ডিটেলস থাকতে হবে। খাওয়ার অর্ডারের পর অনলাইন বা অফলাইন দু-ভাবেই টাকা দিতে পারবেন যাত্রীরা। তবে আইআরসিটিসি-র তরফে জানানো হয়েছে, সকাল ৬ টা থেকে রাত্রি ১০ টা পর্যন্ত খাওয়ার অর্ডার করা যাবে। তারপর এই পরিষেবা মিলবে না। 

www.ecatering.irctc.co.in এই ওবেসাইটে গিয়ে আপনার টিকিট, পিএনআর ডিটেলস ইত্যাদি দিতে হবে। এরপর আপনার সফরের মধ্যে কোন কোন স্টেশন পড়ছে তার একটি তালিকা আপনি দেখতে পাবেন। ওই তালিকা থেকে কোন স্টেশনে আপনি খাওয়ার পেতে চাইছেন তা নির্বাচন করতে হবে। স্টেশনের নাম সিলেক্ট করার পরেই একগুচ্ছ রেস্তোরাঁর নাম দেখতে পাবেন। সেখান থেকে আপনার পছন্দের রেস্তোরাঁ থেকে পছন্দের খাওয়ার অর্ডার করতে পারবেন। আর নির্বাচিত স্টেশনে পৌঁছলেই হাতে পেয়ে যাবেন পছন্দের পদ।  

Comments are closed.